X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করবেন: প্রাণিসম্পদমন্ত্রী

সাভার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ২০:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২০:১৭

আগামী নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির প্রধান ফটক, ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর ও বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

শ ম রেজাউল করিম বলেন, ‘বিএনপির অনেকে বলছে, এই ডিসেম্বরে তারা ক্ষমতায় আসবে। কেউ বলছে, ১ জানুয়ারি থেকে রাষ্ট্র চালাবে তারেক রহমান। কেউ বলছে, খালেদা জিয়া দুই সপ্তাহ পর বেরিয়ে আসবে। এটা হলো হতাশায় এলোমেলো কথা বলার পরিচয়। আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। ১৯৪৯ সালে তৈরি হওয়া সংগঠন। আর হালুয়ারুটির লোভে কতগুলো লোক একত্রিত হওয়ার নাম হচ্ছে বিএনপি। কেউ মুসলিম লীগার, কেউ স্বাধীনতাবিরোধী, কেউ চাইনিজপন্থি, কেউ অতি জাসদ। এরা মিলে একটা দল করেছে তো। ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস ও পেট্রোল সন্ত্রাস করে তাদের ইমেজ এত সংকটে পড়েছে, সেখান থেকেই তারা বেরিয়ে আসতে পারছে না। মা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত, ছেলে খুনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত। ভাড়ায় ড. কামাল হোসেনকে নিয়েছিল, তিনিও তাদের সঙ্গে নেই এখন। বিএনপির আসলে নিজস্ব নেতৃত্ব নেই। কাজেই তাদের হুঙ্কারে আওয়ামী লীগ বিচলিত নয়।’ 

তিনি বলেন, ‘২৮ অক্টোবর কেন? নির্বাচনের আগের দিন পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। যারা ভোট পাবেন তারা সরকার পরিচালনা করবেন।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনের বাইরে কিছু করবেন না। দেশের সর্বোচ্চ আইন সংবিধানে বলা হয়েছে, একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মাঝখানে কোনও সুযোগ নেই। এটা সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন। মামার বাড়ির আবদার করলে তো হবে না। আইনে যা নেই, তা কোনোভাবেই গ্রহণ হবে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ উপস্থিত ছিলেন। 

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিনতিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
সর্বশেষ খবর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত