ঢাকার সাভার থানা বিএনপি সভাপতি সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসওয়াদুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
সাইফুদ্দিন সাভারের বনগাঁও এলাকার ইমাম উদ্দিন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।