বগুড়া রেলস্টেশন এলাকায় ময়লার মধ্যে ভাঙাড়ি মাল কুড়াতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। তার দুই হাত ও পা ঝলসে গেছে। শুক্রবার বিকালে স্টেশনের ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাম প্রামাণিক জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইল গ্রামের মৃত হিম্মত প্রামাণিকের ছেলে। বর্তমানে বগুড়ার সোনাতলা উপজেলার তালতলা গ্রামে বাস করেন। তিনি বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা থেকে ভাঙাড়ি মাল কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার বিকালের দিকে তিনি বগুড়া রেল স্টেশনের ওভারব্রিজের কাছে পুরনো রেললাইন এলাকায় ময়লার মধ্যে ভাঙাড়ি মাল খুঁজছিলেন। এ সময় পরিত্যক্ত ককটেল তার হাতে আসে। সেটি নাড়াচড়া করলে বিস্ফোরিত হয়। এতে তার হাত ও পা ঝলসে যায়। স্থানীয়রা বৃদ্ধ মোজামকে উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ময়লার মধ্যে ককটেলটি ফেলে যায়।
পরিদর্শক আবু সিদ্দিক জানান, ময়লার মধ্যে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ওই বৃদ্ধের পা ও দুই হাতের আঙুল পুড়ে গেছে। বর্তমানে তার অবস্থা ভালো।