X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে যে প্রার্থী যে প্রতীক পেলেন

রাজশাহী প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা।

যে প্রতীক পেলেন প্রার্থীরা

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): ১. ওমর ফারুক চৌধুরী, নৌকা (আওয়ামী লীগ মনোনীত)। ২০০৮ সাল থেকে তিনি এ আসনের এমপি, ২. মো. শামসুজ্জোহা, নোঙর (বিএনএম মনোনীত), ৩. মো. আল-সাআদ টেলিভিশন, (বিএনএফ মনোনীত), ৪. জামাল খান দুদু, সোনালি আঁশ (তৃণমূল বিএনপি মনোনীত), ৫. নুরুন্নেসা আম, (এনপিপি মনোনীত), ৬. বশির আহমেদ ছড়ি, (মুক্তিজোট মনোনীত), ৭. মো. শামসুদ্দীন লাঙ্গল, (জাতীয় পার্টি মনোনীত), ৮. শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি, ট্রাক (স্বতন্ত্র)।

রাজশাহী-২ (সদর রাসিক এলাকা): ১. ফজলে হোসেন বাদশা, নৌকা (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। ১৪ দলের প্রার্থী হিসেবে ২০০৮ সাল থেকে পর পর তিনবার এমপি নির্বাচিত), ২. আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মশাল (জাসদ মনোনীত), ৩. সাইফুল ইসলাম স্বপন, লাঙ্গল (জাতীয় পার্টি মনোনীত), ৪. কামরুল হাসান, নোঙর (বিএনএম মনোনীত), ৫. ইয়াসির আলিফ বিন হাবিব, ছড়ি (মুক্তিজোট মনোনীত), ৬. মারুফ শাহরিয়ার, ডাব (বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত)।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর): ১. আসাদুজ্জামান আসাদ, নৌকা (আওয়ামী লীগ মনোনীত), ২. আব্দুস সালাম খান, লাঙ্গল (জাতীয় পার্টি মনোনীত), ৩. বজলুর রহমান, টেলিভিশন (বিএনএফ মনোনীত), ৪. একেএম মতিউর রহমান, নোঙর (বিএনএম মনোনীত, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ৫. সইবুর রহমান, আম (এনপিপি মনোনীত), ৬. এনামুল হক, ছড়ি (মুক্তিজোট মনোনীত)।

রাজশাহী-৪ (বাগমারা): ১. আবুল কালাম আজাদ, নৌকা (আওয়ামী লীগ মনোনীত), ২. এনামুল হক, কাঁচি (আওয়ামী লীগের স্বতন্ত্র। ২০০৮ সাল থেকে পরপর তিনবারের এমপি), ৩. আবু তালেব প্রামাণিক, লাঙ্গল (জাতীয় পার্টি মনোনীত), ৪. সাইফুল ইসলাম রায়হান, নোঙর (বিএনএম মনোনীত), ৫. বাবুল হোসেন, মাথাল (আওয়ামী লীগের স্বতন্ত্র), ৬. জিন্নাতুল ইসলাম জিন্না, আম (এনপিপি মনোনীত, আপিলে ফেরত)।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ১. আবদুল ওয়াদুদ দারা, নৌকা (আওয়ামী লীগ মনোনীত, ২০০৮ ও ২০১৪ সালে দলের মনোনয়নে এমপি নির্বাচিত), ২. মখলেসুর রহমান, মাছ (গণফ্রন্ট মনোনীত), ৩. আবুল হোসেন, লাঙ্গল (জাতীয় পার্টি মনোনীত), ৪. শরিফুল ইসলাম, নোঙর (বিএনএম মনোনীত), ৫. আলতাফ হোসেন মোল্লা, একতারা (বিএসপি মনোনীত), ৬. ওবায়দুর রহমান, ঈগল (আওয়ামী লীগের স্বতন্ত্র)।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): ১. শাহরিয়ার আলম, নৌকা (আওয়ামী লীগ মনোনীত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৮ সাল থেকে এ আসনের এমপি), ২. রাহেনুল হক, কাঁচি (আওয়ামী লীগের স্বতন্ত্র, এ আসনের সাবেক এমপি), ৩. জুলফিকার মান্নান জামী, মশাল (জাসদ মনোনীত), ৪. মহসিন আলী, আম (এনপিপি মনোনীত), ৫. শামসুদ্দিন রিন্টু, লাঙ্গল (জাতীয় পার্টি মনোনীত), ৬. আবদুস সামাদ, নোঙর (বিএনএম মনোনীত)।

 

/এমএএ/
সম্পর্কিত
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল
সর্বশেষ খবর
রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গেজেট প্রকাশ
রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গেজেট প্রকাশ
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে