X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের গৃহযুদ্ধ দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪০

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে। তাদের দেশের সৈনিকরা আমাদের দেশে পালিয়ে আসছে। গোলাবারুদ আমাদের দেশের মধ্যে পড়ছে। ইতোমধ্যে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ব্যাপারটি নিয়ে দেশের মানুষের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। উৎকণ্ঠিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা বলতে পারছি না।’

শুক্রবার বিকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেনপাড়া মহল্লার বাসা স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। যেহেতু আইন হয়েছে। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবো। ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’

সংসদ কার্যকর হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ‘সংসদে উভয়পক্ষ সমানভাবে কথাবার্তা বলতে পারলে সংসদ কার্যকর হয়। বিরোধী দল হিসেবে আমাদের রোল প্লে করার সুযোগ এখনও সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। সরকারের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’ এ জন্য সংসদে বিরোধী দলকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি আবারও ২০১৪ সালের মতো সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে মন্ত্রিসভায় যোগ দিচ্ছে—এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনও প্রস্তাব আমরা পাইনি। যদি আসে সবকিছু বিবেচনা করে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন, সরকারের দোষত্রুটি ধরিয়ে দেওয়া, খারাপ কাজের সমালোচনা করাসহ কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়।’ 

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও তেমন কোনও কার্যকর পদক্ষেপ নিতে  পারছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। অর্থনীতির বেহাল দশার কারণে মানুষ কর্ম হারাচ্ছে, বেকারত্ব বাড়ছে। যে আয় হয়, সাধারণ মানুষের তা দিয়ে তিন বেলা খাবার জোটানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি সরকারকে কঠোরভাবে মনিটরিং করা প্রয়োজন।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাপা নেতা আব্দুর রাজ্জাক, শাফিয়ার রহমানসহ অন্যান্য নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি হিসেবে জি এম কাদের তিন দিন রংপুরে অবস্থান করে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে যাবেন। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। তার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেবেন। এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ