X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আরসা প্রধান আতাউল্লাহর দেহরক্ষীসহ ৩ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, একটি দেশে তৈরি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএস সাজ্জাদ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা মো. নুরের ছেলে আবুল হাসিম (৩১); ১২নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে হোসেন জোহার ওরফে আলী জোহার (৩২); ৬নং রোহিঙ্গা ক্যাম্প ডি/৭ ব্লকের নুর আলমের ছেলে মো. আলম ওরফে শায়ের মুসা (৩৫)।

র‌্যাব-১৫ অধিনায়ক জানান, গত ১১ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের উখিয়ার ২০নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িদের গ্রেফতারে র‌্যাব-১৫ কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে আরসার শীর্ষ সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান, ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার, লজিস্টিক শাখার প্রধানসহ মোট ১০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার। তাদের কাছ থেকে সাতটি বিদেশি পিস্তল, ৫২টি দেশে তৈরি অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারি (পারদ) উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?