X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিয়ের অনুষ্ঠানে মদপানে মামা-ভাগ্নের মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ২০:১৩আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:১৩

মানিকগঞ্জ সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দেশি মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে তারা মারা যান বলে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে।

মৃত দুজন হলো- দীপু সরকার ও তার বোনের ছেলে প্রসেনজিৎ সরকার। দীপু গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে। প্রসেনজিৎ মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের প্রকাশ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মামাতো বোনের বিয়েতে আসেন দীপু। শুক্রবার মধ্যরাতে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে দেশি মদ পান করে কয়েকজন যুবক। তাদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ শনিবার সকালের দিকে অসুস্থ হয়ে পড়েন। শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর থাকায় চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে রাতে স্থানীয়রা মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রসেনজিতের মৃত্যু হয়। এদিকে দীপুকে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান, বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে গায়ে হলুদে শুক্রবার মধ্যরাতে কয়েকজন তরল কিছু খেয়ে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়েন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রাশেদা নাজনীন বলেন, ‘শনিবার প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।’ দেশি মদপানে মৃত্যু কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সে সম্পর্কে আমি কিছু বলতে পারছি না।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, প্রসেনজিতের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান বলেন, ‘মানিকগঞ্জ সদর থানাধীন হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে মদপানে দুজন মারা গেছে। তাদের মধ্যে একজন হরিরামপুরের। আরেকজন গাজীপুরের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’