X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪

কুড়িগ্রামের চিলমারীতে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘পণ্ডিত বইমেলা’। আগামী ৮ মার্চ থেকে চিলমারী সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী এ বইমেলা শুরু হবে। চলবে ১২ মার্চ পর্যন্ত।

বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক নাহিদ হাসান জানান, পণ্ডিত বইমেলা একটি গণউদ্যোগ। পাণ্ডিত্যময় সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে এই বইমেলার নামকরণ করা হয়েছে। এবারের মেলায় বাঙালি ছাড়াও দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতির (হাজং, সাওতাল ও গারো) সদস্যরা অতিথি ও শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন। দেশবরেণ্য লেখকদের প্রকাশনা ছাড়াও ক্ষুদ্র জাতির লেখকদের রচিত বইপুস্তকও এখানে পাওয়া যাবে।

তিনি আরও জানান, পণ্ডিত বইমেলায় দিনব্যাপী গণিত অলিম্পিয়াড, ভাষা অলিম্পিয়াড, বিতর্ক, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচশ’ প্রতিযোগীকে বই উপহার দেওয়া হবে। এ ছাড়াও পাঠকরা এক হাজার টাকার বই কিনলেই উপহার হিসেবে দুইশ’ টাকা মূল্যের একটি বই পাবেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের পণ্ডিত বইমেলার উদ্বোধন করবেন ১৯৭৪ সালে কুড়িগ্রাম ও চিলমারীতে ‘টেরেডেস হোমস’-এর প্রতিষ্ঠাতা আবুল হোসেন। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও কলামিস্ট সোহরাব হাসান। পাঁচ দিনব্যাপী বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাঙালি ও ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ‘বাংলাদেশ গ্রামময়। গ্রামই তো পথ দেখিয়েছে ইতিহাসে। চিলমারীর মতো এলাকায় পণ্ডিত বইমেলার ধারবাহিক আয়োজনের মাধ্যমে এটিকে আমরা বাংলাদেশের জাতিগুলোর মননের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই বইমেলায় শুধু প্রকাশনীর স্টল থাকে। অন্যকোনও দোকান মেলা চত্বরে থাকে না। ব্রহ্মপুত্র তীরের এই বইমেলায় আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।’

২০১৯ সাল থেকে কুড়িগ্রামের চিলমারীতে পণ্ডিত বইমেলা আয়োজন করা হচ্ছে। ব্যতিক্রমী সব উপস্থাপনা নিয়ে আয়োজিত এই আসর উত্তরাঞ্চলের সাহিত্যপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

/এমএএ/
সম্পর্কিত
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
কাছারিবাড়িতে হামলায় সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিদর্শন অক্ষত: সংস্কৃতি মন্ত্রণালয়
ত্রিশালে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা