X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১২:২৭আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৭

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকে এই কমিটি নিয়ে উঠেছে নিন্দার ঝড়। অর্থনৈতিক লেনদেন, অগণতান্ত্রিক চর্চা, নেতাদের অসম্মান করা, মাদক ও বিবাহিতদের দিয়ে কমিটি ঘোষণার গুঞ্জনে ভরে উঠেছে। সোমবার (১৮ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় শাখা। এর পরই শেখ ওয়ালী আসিফ ইনানকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন নবগঠিত কমিটির দ্বিতীয় সহ-সভাপতি আবু মূছা খান। এ ছাড়াও নানান অভিযোগ তুলে অন্য নেতারা মন্তব্য করেন। নেতাকর্মীদের অভিযোগ, একই উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক দেওয়া হলে বাকি ১০ উপজেলার কী হবে?

কমিটিতে সভাপতি করা হয়েছে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মিনহাদুল ইসলাম রাফিকে। সাধারণ সম্পাদক করা হয় একই উপজেলার ভারেল্লা ইউনিয়নের মো. ইসরাফিল পিয়াসকে। এই কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে।

কমিটি ঘোষণার পর দ্বিতীয় সহ-সভাপতি মো. আবু মূছা খান তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘প্রথমে শেখ ইনানকে (শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক) মারবো, পরে নিজে মরবো।’

এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান টাকা খেয়ে কমিটি দিয়েছেন। একই উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক, এটি কীভাবে হয়? সারাজীবন মিছিল-মিটিং করলাম আমরা; ১০ উপজেলার সব নেতা বলেছেন আমাদের কথা, আর তিনি কমিটির নেতৃত্ব দিলেন বিবাহিত আর মাদক ব্যবসায়ীকে।’

এ সময় এই ছাত্রলীগ নেতা কেঁদে ওঠে বলেন, ‘জীবনটা শেষ করে দিয়েছে আমার। ছোট ভাইকে বিয়ে করালাম, নিজে করিনি। অথচ সভাপতি দিলো একটা বিবাহিত লোককে। আর সাধারণ সম্পাদক দিয়েছে মাদকসহ ৫ মামলার আসামিকে।’

তৃতীয় সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘আমি এলজিআরডি মন্ত্রী মহোদয়ের রাজনীতি করি। তার ক্যান্ডিডেট ছিলাম। আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে। কী আর বলবো, এই কমিটি নিয়ে আমার কিছু বলার নেই।’

এদিকে, চতুর্থ সহ-সভাপতি এম রুবেল হোসেন বলেন, ‘যে কমিটিতে কর্মীকে সম্মানিত করে নেতাকে অসম্মানিত করা হয়, সেটি কোন ধরনের শিষ্টাচার? বাংলাদেশ ছাত্রলীগকে ধিক্কার জানাই। এমন কমিটির সঙ্গে আমাদের বা আমার কোনও সম্পর্ক নেই। সদ্য সাবেক কমিটিতে আমার অনেক কর্মী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল, আমার অনেক কর্মী কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক, উপ-সম্পাদক, সদস্য পদে দায়িত্ব পালন করেন- আর আমাকে আপনারা অসম্মানিত করলেন? এটা কোন ধরনের অপরাজনীতি? মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব, এটা কী জেলা ছাত্রলীগের কমিটি করলেন নাকি বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি দিলেন?’

এ বিষয়ে কথা বলতে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মিনহাদুল ইসলাম রাফিকে একাধিক কল ও মেসেজ দিলেও তিনি সাড়া দেননি।

/এমএএ/
সম্পর্কিত
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড