X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১২ মে ২০২৪, ২১:১৬আপডেট : ১২ মে ২০২৪, ২১:১৬

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দিনাজপুর বোর্ডের চারটি স্কুলের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে কুড়িগ্রামের না‌গেশ্বরী উপ‌জেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।

ওই বিদ‌্যাল‌য়ের নাম পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে এবার মোট পাঁচ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কর‌লেও তা‌দের সবাই ফেল ক‌রে‌ছে। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক প্রকা‌শিত ফলাফল প‌রিসংখ‌্যান থে‌কে এ তথ‌্য জানা গে‌ছে। 

বিদ্যালয়টির ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব শতভাগ ফেলের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়‌টি ২০০২ সালে প্রতিষ্ঠার পর ২০১০ সালে জুনিয়র পর্যায় (অষ্টম শ্রেণি) পর্যন্ত এমপিওভুক্ত হয়। এরপর ২০১২ সাল থেকে নবম-দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করে প্রতিষ্ঠানটি। গত বছর এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে ৫ জন পাস করে। বর্তমানে ওই প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২০৬ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষকসহ মোট শিক্ষক রয়েছেন ৮ জন।

সহকারী শিক্ষক আব্দুল ওহাব বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এবং বাল্যবিবাহ হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটি না হয় সেজন্য আমরা সচেতন থাকবো।’

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, ‘এসব স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। প্রধান শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিষ্ঠান চালান। করোনাকাল শেষ হওয়ার তিন বছর পরেও এসে করোনার দোহাই দেওয়াটা অযৌক্তিক।’

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার নয় উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ২২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৫৫ জন। পাসের হার ৭৩ দশমিক ২৮ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৯১ জন।

/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৬ জুন
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৫২১ জন
চাকরির জন্য কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো এসএসসি ফলপ্রার্থীর
সর্বশেষ খবর
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল