X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১৭:৫২আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:৫২

বগুড়া সদরের জুবিলী ইনস্টিটিউশনের দুটি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম কেন্দ্র দুটি পরিদর্শনের সময় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া খাতুন আছিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই কর্মকর্তা হলেন- বগুড়া জুডিলী ইনস্টিটিউশন পূর্ব ভবনের প্রিসাইডিং অফিসার নামুজা ডিগ্রি কলেজের প্রভাষক মতিউর রহমান; একই প্রতিষ্ঠানের পশ্চিম ভবনের প্রিসাইডিং অফিসার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সালেহ।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বুধবার বেলা দেড়টার দিকে তিনি, পুলিশ সুপার এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা জুবিলী ইনস্টিটিউশন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি ওই দু্টি কেন্দ্রের বুথগুলোতে নির্বাচনি এজেন্ট হিসেবে যাদের দেখতে পান তারা সবাই একজন প্রার্থীর এজেন্ট। আর তাদের পরিচয়পত্রে প্রিসাইডিং অফিসারদের সই রয়েছে।

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাদের কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তারা যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে। নিয়ম অনুসারে প্রতিটি বুথে প্রার্থীর একজন করে এজেন্ট থাকার কথা। কিন্তু ওই কেন্দ্রে তা মানা হয়নি। প্রিসাইডিং অফিসাররা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একজন করে এজেন্ট রেখে অন্যদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের
দেশের মানুষের উন্নত জীবনযাপনের লক্ষ্যে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ