বগুড়া সদরের জুবিলী ইনস্টিটিউশনের দুটি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম কেন্দ্র দুটি পরিদর্শনের সময় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া খাতুন আছিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই কর্মকর্তা হলেন- বগুড়া জুডিলী ইনস্টিটিউশন পূর্ব ভবনের প্রিসাইডিং অফিসার নামুজা ডিগ্রি কলেজের প্রভাষক মতিউর রহমান; একই প্রতিষ্ঠানের পশ্চিম ভবনের প্রিসাইডিং অফিসার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সালেহ।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বুধবার বেলা দেড়টার দিকে তিনি, পুলিশ সুপার এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা জুবিলী ইনস্টিটিউশন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি ওই দু্টি কেন্দ্রের বুথগুলোতে নির্বাচনি এজেন্ট হিসেবে যাদের দেখতে পান তারা সবাই একজন প্রার্থীর এজেন্ট। আর তাদের পরিচয়পত্রে প্রিসাইডিং অফিসারদের সই রয়েছে।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাদের কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তারা যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে। নিয়ম অনুসারে প্রতিটি বুথে প্রার্থীর একজন করে এজেন্ট থাকার কথা। কিন্তু ওই কেন্দ্রে তা মানা হয়নি। প্রিসাইডিং অফিসাররা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একজন করে এজেন্ট রেখে অন্যদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।’