X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৫:৫৯আপডেট : ১০ জুন ২০২৪, ১৫:৫৯

বগুড়ার সারিয়াকান্দিতে সিজান বাবু (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত বাবুর বন্ধু আলিফকে থানায় আনা হয়েছে। অপর বন্ধু রাসেলকে পেলে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সিজান বাবু বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। বন্ধু আলিফ (১৫) হটিয়ারপাড়া গ্রামের গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। তারা দুজন অষ্টম শ্রেণিতে পড়ে।

তারা আরও জানান, সিজান রবিবার রাত ৮টার দিকে বন্ধু আলিফের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অপর বন্ধু রাসেলের কাছে যায়। এরপর তিন বন্ধু পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি পাথারে (মাঠ) যায়। এ সময় পূর্ব কোনও বিরোধ নিয়ে রাসেলের সঙ্গে সিজানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাসেল ছুরি বের করে সিজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই সিজানের মৃত্যু হয়। রাসেল এরপর আলিফের ওপর হামলা চালালে সে দৌড়ে পালিয়ে যায়। আলিফ বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। আলিফের স্বজনরা বিষয়টি নিহত সিজানের পরিবার ও পুলিশকে অবহিত করে। সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিজানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, ‘তিন স্কুলবন্ধু রবিবার রাতে সুতনারা গ্রামের মাঠে এসেছিল। সেখানে সিজান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। একজন পলাতক রয়েছে, অন্যজন বাড়িতে গিয়ে হত্যার ঘটনা প্রকাশ করেছে।’

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত সিজান বাবু, আলিফ ও রাসেল বন্ধু। তারা একসঙ্গে চলাফেরা করতো। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু আলিফকে থানা নেওয়া হয়েছে। অপর বন্ধু রাসেলকে ধরতে পারলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে দুর্বৃত্তরা বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে হত্যাসহ ২৯ মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে। তিনি সম্প্রতি একটি মামলায় জামিনলাভ করেন। কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় নিহতের মা মামলা করেছেন। সোমবার সকাল পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, যাত্রীবেশী দুর্বৃত্তরা শনিবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের কুরশা এলাকায় চালক সম্রাট ইসলামকে (৩৭) হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার বা ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল