X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২২:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২২:০৯

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথা দখলে রেখে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুলসংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে বেলা ৩টার দিকে শহরের জলেশ্বরীতলা, কাটনারপাড়া, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকায় সমবেত হন। তাদের সঙ্গে অভিভাবক এবং সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকদেরও দেখা যায়। তারা মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সমবেত হন। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, রবিবার থেকে অসহযোগ আন্দোলন সফল করাসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে সাতমাথার সাতটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল ৪টার দিকে সাতমাথায় জিলা স্কুলের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, জুতা-স্যান্ডেল ও পানির বোতল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং জিলা স্কুলের ভেতরে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একটি মিছিল পার্শ্ববর্তী পুলিশের বিপণিবিতান পুলিশ প্লাজায় হামলার জন্য অগ্রসর হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালান। তখন দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা যায়। পরে সংঘর্ষ শহরের জলেশ্বরীতলা, পিটিআই মোড়, বড়গোলাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এদিকে, শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং মুজিব মঞ্চের পাশের বঙ্গবন্ধুর ম্যুরাল রঙ দিয়ে বিকৃত করা হয়। এরপর মুরালে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল রঙ দিয়ে বিকৃত করা হয়। আন্দোলনকারীরা সাতমাথায় সমাবেশ শুরু ও পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় তারা সাতমাথায় পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। আশপাশের বিভিন্ন মার্কেটে থাকা আওয়ামী লীগের নেতাদের ব্যানার ছিঁড়ে ফেলেন।

এর আগে আন্দোলনকারীরা আন্দোলনে নিহতদের স্মরণে শহরের সাতমাথায় গায়েবানা জানাজা করেন। তারা বারবার পুলিশকে সতর্ক করে বলেন, ‘আমাদের ওপর গুলি চালালে থানায় হামলা করা হবে।’ এ সময় বিভিন্ন স্থানে রোড ডিভাইডার ভেঙে ফেলা হয়। রাস্তার বিভিন্ন স্থানে টায়ার, কাগজ, কাঠ জ্বালিয়ে দেওয়া হয়। পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ফিরে যাওয়ার সময় রবিবার থেকে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

/এমএএ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল