X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

বাসা থেকে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার রানীর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওই এলাকার বাসিন্দারা প্রথমে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই বাসার দরজা ভেঙে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সেখানে তার স্ত্রীর গলাকাটা মরদেহও পাওয়া যায়। আর বিছানায় পাওয়া যায় দুই সন্তানের নিথর দেহ।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে নিহতদের পরিচয় জানতে পেরেছি। তারা হলেন– নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও ধ্রুব বিশ্বাস (৮)। জানা গেছে, নিহত নিপা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।’

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জনি বিশ্বাস নরসিংদী সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও জীবিকার তাগিদে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পেছালো
হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পেছালো
আগস্টের উত্তাল দিনগুলোতে নেহা
আগস্টের উত্তাল দিনগুলোতে নেহা
একুশে আগস্ট গ্রেনেড হামলা: খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানি ৬ মে
একুশে আগস্ট গ্রেনেড হামলা: খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানি ৬ মে
কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!