X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চগড়ে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১০:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:১৫

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এখন পঞ্চগড়ে। আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে এই মৌসুমে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশা কেটে গিয়ে হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রার পারদ নিচে নেমেছে। তবে রাত থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। কুয়াশা বেশি থাকলে বা ঘন থাকলে তাপমাত্রা বেড়ে যায়। আর কুয়াশা কেটে গিয়ে বাতাস প্রবাহিত শুরু হলে তাপমাত্রা নিচে নেমে যায়। আজ শুক্রবারও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে।

সূর্য উঠলেও শীতের তীব্রতা কমেনি সকাল ৮টায় সূর্যের মুখ দেখা গেছে। এ কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু সূর্যের মুখ দেখা গেলেও হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের দাপট আছে। এর ফলে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ, পাথর শ্রমিক, চা শ্রমিক খেটে ও খাওয়া মানুষরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আর কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার জিপু ইসলাম জানান, হঠাৎ করেই তাপমাত্রা নিচে নেমে এসেছে। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি বাতাস বয়ে যাচ্ছে। সকাল ৮টার পর সূর্য উঠলেও অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে।

জেলা শহরের হোটেল রাজনগর এলাকায় দিনমজুর সোহরাব আলী বলেন, ‘কুয়াশা আর বাতাসের কারণে কাজকাম কম। আয় রোজগারও কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে টানাপড়েনের মধ্যে আছি।’

/এমএএ/
সম্পর্কিত
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কী করা উচিত চালকদের
দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল
সর্বশেষ খবর
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম , দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম , দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
দাবি আদায়ে হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীরা
দাবি আদায়ে হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীরা
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
জামিন না মেলায় বিচারককে আ.লীগের দালাল বলে গালিগালাজ 
জামিন না মেলায় বিচারককে আ.লীগের দালাল বলে গালিগালাজ 
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ