X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর মানুষ ঠান্ডা আর ঘন কুয়াশায় জবুথবু। পৌষ মাসে শীতের তেমন প্রকোপ না থাকলেও মাঘের শুরু থেকেই দেখা দিয়েছে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা। ফলে বিঘ্ন ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামার সিডিউলে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কোনও ফ্লাইট অবতরণ বা উড্ডয়ন করেনি। ফলে চারটি ফ্লাইটের শতাধিক ঢাকাগামী যাত্রী আটকে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, রাত থেকেই সৈয়দপুরসহ জেলার উত্তরাঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। এর ফলে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ১০০০ মিটার আর সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং গতিবেগ নেই বললেই চলে।

সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার আতাউর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ১০০০ মিটার। বিমান অবতরণের জন্য প্রয়োজন ন্যূনতম ১৫০০ মিটার। এ কারণে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করেনি। সকাল ১১ টা ২৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট, ১২টায় এয়ার এস্ট্রার একটি, ১২টা ৩০ মিনিটের বাংলাদেশ বিমান এবং বেলা ১টায় নভো এয়ারের একটিসহ মোট চারটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসতে পারেনি। তবে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটলে ফ্লাইটগুলো যথারীতি চলাচল করবে।’

এদিকে, বিমান না আসায় সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরে আসা শতাধিক যাত্রী আটকে পড়েছেন। তাদের মধ্যে কিছু যাত্রী ফিরে গেলেও অনেকে গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। তবে বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দরেই অবস্থান করছেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু
আকাশপথে ঢাকামুখী যাত্রীর চাপ
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বশেষ খবর
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’