কানাডার একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বে দলটি রবিবার (৪ মে) চার দিনের সফরে ঢাকা আসবে।
কানাডার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশলের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় চিহ্নিত করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কানাডা ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক রয়েছে। বাংলাদেশ একটি বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার। কানাডার তার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য ও যন্ত্রপাতি রফতানিকারক এবং বাংলাদেশে তৈরি পোশাকের উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশই গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সন্ধান করছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি ও পরিশুদ্ধ জ্বালানি শক্তির মতো ক্ষেত্রে।