X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২
আবরারের ছবির পাশে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে মা বললেন

‘জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে, সেখানেই আমাকে সবকিছু বোলো আব্বু’

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৬ মার্চ ২০২৫, ২০:৪৬আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:০৮

নিজের ছেলে শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা স্টেডিয়ামের উদ্বোধন এসেছেন তার মা রোকেয়া খাতুন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ায় ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সভামঞ্চ থেকে নেমে হেঁটে আসছিলেন রোকেয়া খাতুন। হঠাৎ স্টেডিয়াম মাঠে থমকে দাঁড়ালেন। আবরারের ছবি সংবলিত ফেস্টুনের সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে উদ্দেশ করে তিনি বললেন, ‘জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে, সেখানেই তুমি সবকিছু আমাকে বোলো আব্বু।’ এরপর সেখান থেকে চলে যান তিনি।

আবরার ফাহাদ এদিকে, ছেলে আবরার ফাহাদকে হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামির জেল থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে রোকেয়া খাতুন বলেন, ‘তখন দেশের পরিস্থিতি অন্যরকম ছিল। শুধু আবরার ফাহাদের খুনি না। ৬ আগস্ট ওই কারাগারের ১৫২ জন পালায়। তাদের মধ্যে ৫৩ জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এটাকে অন্যভাবে দেখার সুযোগ নেই। কারণ ওই মুহূর্তে দেশের পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় বিরাজ করছিল সবাই জানেন। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি, যেন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং গ্রেফতার করা হয়।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আরও খবর: জুলাই অভ্যুত্থানে তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রায় বহালে সন্তুষ্ট আবরারের মা, দ্রুত কার্যকর চান
আবরার হত‍্যা মামলার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো: অ্যাটর্নি জেনারেল
দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা
সর্বশেষ খবর
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সোমবার দুপুরের মধ্যে ১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদনের নির্দেশ
এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিসোমবার দুপুরের মধ্যে ১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদনের নির্দেশ
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম