X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

সরকারি ক্যানেলের মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের হামদামপুর এলাকায় সরকারি ক্যানেলের পাড়ের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ক্যানেলের পাশের জমির চাষাবাদ।

এলাকাবাসী জানান, কাঁচেরকোল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল মেম্বার গত কয়েক দিন ধরে এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে ক্যানেলের পাড় কেটে মাটি নিয়ে বিক্রি করছেন। রুহুল মেম্বর ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী এবং শৈলকুপা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলীর ভাই।

এলাকাবাসী আরও জানান, গত ২৮ মার্চ হামদামপুর এলাকায় সরকারি ক্যানেলের পাড়ের মাটি ভেকু মেশিন দিয়ে কাটা শুরু করেন রুহুল মেম্বর। যেসব কৃষকের জমির ওপর দিয়ে ক্যানেল পাড়ে যেতে হয় সেসব জমির চাষাবাদ বন্ধ করে দিয়েছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। জমিতে চাষাবাদ করতে পারছেন না তারা। বার বার বললেও উল্টো হুমকি দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘গত কয়েকদিন ধরে মাটি কেটে বিক্রি করছে। ট্রলিতে করে মাটি আমাদের জমির ওপর দিয়ে যাচ্ছে। আমরা আমাদের জমিতে এখন পাট বুনবো। কিন্তু কোনোভাবেই রুহুল মেম্বর জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না।’

আরেক কৃষক বলেন, ‘যেভাবে মাটি কেটে বিক্রি করছে তাতে বৃষ্টি হলে খাল ধসে পানি আমাদের ফসলের মধ্যে চলে আসবে। কিছুদিন পর তো আমরা বিপদে পড়বো।’

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদে এর পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে। ঘটনাটি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শৈলকুপা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

এ ব্যাপারে রুহুল মেম্বর বলেন, ‘খাল পাড় না, পাশের একটি জমি থেকে মাটি কেটেছিলাম। মাটি কাটা বন্ধ করে দিয়েছি।’ এ কথা বলেই ফোন কল কেটে দেন তিনি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, ‘এমন কোনও তথ্য আমার কাছে ছিল না। আপনি যেহেতু বললেন, আমি ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ‘দায় স্বীকার করে’ হোয়াটসঅ্যাপ বার্তা
ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!