খুলনায় এক কলেজছাত্রীকে (১৭) সহপাঠী যুবক জোর করে তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে, থানায় লিখিত অভিযোগ হলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযুক্ত যুবক গ্রেফতার বা বিষয়টি নথিভুক্ত হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মেয়েটির সঙ্গে কথা বলেছি। রাতে বিষয়টি নথিভুক্ত করা হবে। আর অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা রয়েছে।’
অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি খুলনার একটি কলেজে পড়াশুনা করছে। অভিযুক্ত যুবক রায়হানও একই সঙ্গে পড়াশুনা করে। এক বছর ধরে সে মেয়েটিকে বিরক্ত করছে। এক মাস আগেও তুলে নিয়ে নির্যাতন করে এবং ভয়ভীতি দেখায়। সোমবার দ্বিতীয় দফায় তুলে নিয়ে নির্যাতন করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় অভিযোগ জমা দিয়েছে।