X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

কিশোরী জান্নাতি হত্যা: বিক্ষোভে উত্তাল লালমনিরহাটের কালীগঞ্জ

লালমনিরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৬

কিশোরী জান্নাতি হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় অভিযুক্ত বেলাল হোসেন নামে একজনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ হত্যার বিচারের দাবিতে ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়। পরে কালীগঞ্জ থানা ঘেরাও করে জান্নাতির সহপাঠী ও সাধারণ জনতা।

বুধবার সন্ধ্যার পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারীর ভুট্টাক্ষেত থেকে হাত-পা ভাঙা অবস্থায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

এলাকাবাসী, পরিবার, পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে জান্নাতিকে তা দেখতে বলে কিছুটা দূরে থাকা বাবার বাড়িতে যান তার মা। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। পরে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে লাশ দেখতে পান।

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। তার দুটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে মাটি। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় বেলাল হোসেন নামে একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন মৃতের বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের বলেন, ‘মৃত জান্নাতীর মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। তবে মৃতের ভাইয়ের সঙ্গে গ্রেফতার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এটি হতে পারে বলেও ধারণা করে তদন্ত করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল