X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ: আরও ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৫১ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত কমপক্ষে তিন হাজার রিকশা জব্দ করেছে সিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (২৭ এপ্রিল) সকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এ চার জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– ইব্রাহিম (৪০), মনির আহমদ (৫০), রবিন ইসলাম (২৫) ও আরাফাতুল ইসলাম নোমান (২২)।

বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন রিকশাচালকরা।

এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত মোট ৫১ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

নগর ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, চলতি মাসে ২৩ এপ্রিল পর্যন্ত নগর ট্রাফিকের চারটি বিভাগের অভিযানে তিন হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। এর মধ্যে সিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগ ৯১৩টি, উত্তর বিভাগ ৯১৮টি, পশ্চিম বিভাগ এক হাজার ১৬৮টি এবং বন্দর বিভাগ জব্দ করেছে ১৬৩টি ব্যাটারি রিকশা। এসব রিকশা সিএমপির মনসুরাবাদ ও সদরঘাটে ডাম্পিং করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীর ভেতরের সড়কে চলবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারি রিকশার জন্য নীতিমালার দাবি বাইকচালকদের
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট