X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ইমামের মৃত্যুর ছয় দিন পর মামলা রেকর্ড, বিচারের দাবিতে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৩:৫২আপডেট : ০৫ মে ২০২৫, ১৩:৫২

গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় মারধরে মসজিদের ইমাম রহিজ উদ্দিনের মৃত্যুর ছয় দিন পর মামলা রেকর্ড করেছে পুলিশ। রবিবার (৪ মে) বিকালে ইমামের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

ঘটনার পরদিন গত ২৮ এপ্রিল নিহতের স্ত্রী সাজেদা আক্তার পুবাইল থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন। শনিবার অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

নিহত রহিজ উদ্দিন চাঁদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থেকে পুবাইল থানার হায়দরাবাদ এলাকার একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন।

এদিকে, ইমাম হত্যার বিচারের দাবিতে বিকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের উদ্যোগে শহরের রাজবাড়ী সড়কের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আ ন ম মাসুদ হোসেন আল কাদেরী, গাজীপুর জেলা সভাপতি মাওলানা আবদুল আউয়াল কাদেরী।

বক্তারা বলেন, ‘অমানবিক নির্যাতন চালিয়ে রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

অভিযোগে বাদী উল্লেখ করেন, রহিজ উদ্দিন চার মাস ধরে ওই মসজিদের ইমাম ও খতিবের দায়েত্বে ছিলেন। প্রথম দুই মাস বাড়ি থেকে মসজিদে যাতায়াত করতেন। পরে কমিটির লোকজন তাকে মসজিদের তৃতীয় তলায় থাকার ব্যবস্থা করে দেন। জুমার বয়ান নিয়ে এলাকার দুই পক্ষের বিরোধ দেখা দেয়। এক পক্ষ ইমামকে মসজিদ থেকে বিতাড়নের চেষ্টা করে। বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে তাকে হত্যা করা হয়েছে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তারা মামলা গ্রহণ করেছেন। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
কৃষকের স্বার্থের কথা বাদ দিয়ে কৃষির কথা বলা যাবে না: পরিবেশ উপদেষ্টা
কৃষকের স্বার্থের কথা বাদ দিয়ে কৃষির কথা বলা যাবে না: পরিবেশ উপদেষ্টা
বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়