সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাদের পুশ ইন করা হয়। তবে আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে পাঠানো হয়েছে।
ব্যাটালিয়ন দফতর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষে সাংবাদিকদের জানানো হবে।