X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৬:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬:৩৫

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি  নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত চলছে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ফারজুল ইসলাম রনিকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল। সে ছুটিতে আছে। সে কোথায় আছে ট্রেস করা যাচ্ছে না। আমরা তাকে পাচ্ছি না।’

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকালের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র-সমাজ। এরপর তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া- মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়ার ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম ফেসবুকে তার পোস্টে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ করা হয়।’

তিনি আরও বলেন, ‘গত বছর জুলাইয়ে কুষ্টিয়ায় পুলিশ নির্বিচার গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে। সেই আওয়ামী লীগের দোসর হয়ে পুলিশ এই জুলাইয়ে আবার জুলাই নিয়ে আপত্তিকর কথা লিখছে। পুলিশ এখনও সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ