এ বছর শূন্য পাসের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনও বিদ্যালয়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি’র ফলাফলে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ডটি।
বোর্ডের তথ্য অনুসারে, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।
এবার বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বগুড়া জেলায়। সেখানে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। ৬৭ দশমিক ৫৬ শতাংশ পাস নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে চাঁপাই নবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এ ছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪১ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৮১ জন শিক্ষার্থী। পাবনায় পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭১০ জন শিক্ষার্থী।
সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭১ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এই জেলার শিক্ষার্থীরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে। জায়পুরহাট জেলায় পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন শিক্ষার্থী। বোর্ডে এবার কোনও বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া অকৃতকার্য হয়েছে ১১ জন। এ ছাড়া বাকিরা বিভিন্ন জিপিএতে পাস করেছে। ফলাফলে দেখা গেছে, জিপিএ-৪ ও এর বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে ৯ জন পরীক্ষার্থী। এছাড়া ৩ ও এর বেশি পেয়ে পাস করেছে ১৬ জন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘৫৬ জন বিভিন্ন প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে। বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দুজন কারাগার থেকে অংশ নিয়েছিল। তারা দুজনেই পাস করেছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।
এ বছর শিক্ষা বোর্ডটিতে ৯৪ হাজার ২৫৯ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন। এ ছাড়া ৮৬ হাজার ৫১ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন।