X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশাল জিলা স্কুলে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৯:৪১আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:৪৬

বরিশাল জিলা স্কুলে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন ‘চেতনার জাগরণে বই’ এই শ্লোগান সামনে রেখে বরিশাল জিলা স্কুল ক্যাম্পাসে ৭দিন ব্যাপী বিভাগীয় বই মেলা শুরু হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

আজ  সকাল ১১টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ বই মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘সন্তানদের ওপর কোচিংয়ের বোঝা চাপিয়ে দিয়ে ভাল পাশ করাতে পারবেন কিন্তু ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। আমাদের সন্তানরা দিন দিন রোবট হয়ে যাচ্ছে। তাদের ওপর চালানো হচ্ছে জিপি-এ ৫ পাওয়ার নির্যাতন।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা দানবের সমাজ গড়তে চাইনা, আমরা মানবের সমাজ গড়তে চাই ‘ তিনি আরও বলেন, ‘বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন যদি বেহালা বাজানোর সময় পেতেন, তাহলে আমাদের ছেলে-মেয়েরা কেন বই পড়ার সময় পাবে না।’

এ সময় তিনি সন্তানদের শিক্ষার পাশাপাশি বই পড়ার জন্য উৎসাহিত করতে বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডি আই জি শেখ মো. মারুফ হাসান, বরিশাল নগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক উপসচিব মো. নজরুল ইসলাম।

মেলায় সৃজনশীল ও জ্ঞানমূলক প্রকাশনায় নিয়োজিত জাতীয় প্রর্যায়ের ৫১টি বইয়ের স্টল অংশ নিয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম