X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে হত্যা মামলায় এক জনের ফাঁসি দুই জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৬:৪৩আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:১৪

বরিশালে হত্যা মামলায় এক জনের ফাঁসি দুই জনের যাবজ্জীবন

বরিশালে মাদক দ্রব্য বিক্রিতে বাঁধা দেওয়ায় কৃষকলীগ নেতা শামসুল আলম  মৃধাকে হত্যার দায়ে এক জনের ফাঁসি ও দুই জনের যাজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ প্রথম আদালতের বিচারক সুদীপ্ত দাসে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো,ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু গ্রামের ছালাম প্যাদার ছেলের পলাশ প্যাদা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো,মরিয়ম বেগম দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের আব্দুল হালিম মিয়ার স্ত্রী এবং একই উপজেলার রাজগুরু গ্রামের জয়নাল আবেদিন ভূঁইয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন কাবুল এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

উল্লেখ্য মাদক বিক্রিতে নিষেধ করায় শামসুল আলম মৃধাকে ১৬ মার্চ ২০১৩ সালের দুপুরে ইট দিয়ে পিটিয়ে হত্যা করে পলাশ প্যাদা। এসময় অপর দুই আসামি মরিয়ম ও জয়নাল অবেদিন তাকে সহায়তা করে। ঘটনাস্থলেই শামসুল আলম নিহত হলে পরদিন তার স্ত্রী  মনোয়ারা বেগম বাবুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অধিকতর তদন্তের জন্য এই মামলা সিআইডিতে পাঠানো হয়।সিআইডির এসআই রেজাউল হক ওই বছরের ১৬ নভেম্বর আদালতে তিন জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: নিরাপত্তার’ স্বার্থে নোবিপ্রবি উপাচার্যের বাসার সীমানা প্রাচীর বিদ্যুতায়িত!


সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!