X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বরগুনায় ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ২০:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:৩৬

বরগুনায় ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড বরগুনার বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকার করায় দুই জেলেকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেককে এক মাস করে  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৩৭ হাজার মিটার কারেন্ট জাল,সাড়ে তিন কেজি ইলিশ এবং তিনটি নৌকা জব্দ করা হয়। শুক্রবার(১৩ অক্টোবর) সকালে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

দণ্ডপ্রাপ্ত দুই জেলে হলেন - কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মো. কালাম (২০) এবং একই উপজেলার তালগাছিয়া গ্রামের মো. বাদল (৫০)।

শুক্রবার সকালে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা ইলিশ রক্ষায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করার সময় ৩৭ হাজার মিটার কারেন্ট জাল,সাড়ে তিন কেজি ইলিশ এবং তিনটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে  কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু এই কারাদণ্ডের আদেশ দেন।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা ড. ওয়াহিদুজ্জামান বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ শিকার বন্ধে  প্রচারণার পাশাপাশি কঠোর প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১১ টি মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত মা ইলিশ রক্ষায় ৬৩ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৬ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৭০ কেজি ইলিশ  ও ৯৩ হাজার ৪০০ মিটার কারেন্ট  জাল জব্দ করা হয়।জব্দকৃত জালের দাম প্রায় ৪২ লক্ষ টাকা।’

 

আরও পড়ুন: 
কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়