X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাসে অর্ধকোটি টাকা নিয়ে উধাও

বরিশাল প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ০৯:৩০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ০৯:৪১

ভুক্তভোগী কয়েকজন বরিশালের মুলাদী উপজেলায় বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে জামানত সংগ্রহের নামে গ্রাহকদের কাছ থেকে অর্ধকোটি টাকা নিয়ে এসকেএস নামে একটি এনজিও উধাও হয়ে গেছে। গ্রাহকরা মঙ্গলবার (৭ আগস্ট) ঋণ নিতে এসে অফিসে তালা দেখে এবং কর্মীদের মোবাইল ফোন বন্ধ পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রতারণার শিকার কয়েক জন গ্রাহক মুলাদী থানায় অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মুলাদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, কয়েকজন গ্রাহকের অভিযোগ পেয়েছি। এনজিও এসকেএস’র কর্মকর্তা ও কর্মচারীদের সন্ধানে আশপাশের থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। টাকা দেওয়ার আগে এসকেএস’র সম্পর্কে খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল। একটু সচেতন হলে এভাবে তাদের প্রতারণার শিকার হতে হতো না।

ভুক্তভোগীরা  জানান, প্রায় ২ সপ্তাহ আগে শরীয়তপুর উপজেলা থেকে দুই জন প্রতারক মুলাদী, হিজলা উপজেলা ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে কয়েকটি বাড়ি নিয়ে ২৫ জনের একটি ইউনিট গঠন করে বিনা সুদে ঋণ দেবে বলে ঘোষণা দেয়। ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার জন্য ৫ হাজার টাকা এবং এক লাখ টাকার জন্য ১০ হাজার টাকা জামানত চায়।

বিনা সুদে ঋণ পাওয়ার আশায় কোনও কিছু না জেনেই এসকেএফের কর্মীদের কাছে ঋণ-প্রত্যাশীরা ৫-১০ হাজার টাকা দিয়ে দেয়।

এসকেএফের কর্মীরা সাধারণ মানুষের কাছে টাকা প্রাপ্তির একটি টোকেন দিয়ে মুলাদী বাঁধের ওপর বয়াতি মার্কেটে তাদের অফিস রয়েছে বলে ঠিকানা লিখে দেয় এবং ৭ জুলাই ঋণের টাকা বিতরণের কথা জানায়। এভাবে এসকেএফের দুই কর্মী মাত্র ১৫ দিনে মুলাদী, হিজলা উপজেলা এবং কাজিরহাট থানার প্রায় ৮০০ মানুষের কাছে থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়।

মুলাদী সদর ইউনিয়নের আলী হেসেন জানান, তাদের ভাঙ্গারমোনা গ্রামের ২৫ জনের একটি ইউনিট গঠন করে এসকেএস জনপ্রতি ৫ হাজার করে এক লাখ ২৫ হাজার টাকা নিয়েছে।

উত্তরচর ডাকাতিয়া গ্রামের আমেনা বেগম জানান, তার এলাকায় ২৫ জনের একটি ইউনিট গঠন করেছে এসকেএস। প্রত্যেককে বিনা সুদে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার জন্য ইউনিট থেকে এক লাখ ২৫ হাজার টাকা জামানত নিয়েছে এসকেএসের ২ কর্মী।

কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আলী হাওলাদারের ছেলে হোসেন জানান, ওই এলাকায় তাকে দলনেতা করে ২৫ জনের একটি ইউনিট গঠন করা হয়েছে। প্রত্যেককে বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার জন্য ইউনিট থেকে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়েছে এসকেএসের দুই কর্মী।

মঙ্গলবার সকালে গ্রাহকরা ঋণ নেওয়ার জন্য মুলাদী বাঁধের ওপর বয়াতি মার্কেটে গিয়ে কোনও সাইনবোর্ড বা অফিস দেখতে না পেয়ে হতাশ হয়ে বিক্ষোভ করেন। গ্রাহকরা ভবন মালিককের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারেন, কোনও এনজিওর কাছে কক্ষ ভাড়া দেওয়া হয়নি। এসকেএস নামের এনজিও’র দু’জন কর্মী কিছুদিন আগে মার্কেটের একটি কক্ষ ভাড়া নেওয়ার জন্য আসে। কিন্তু এনজিও’র মূল কাগজপত্র এবং চুক্তিপত্র ও অগ্রিম ভাড়া ছাড়া অফিস ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দিলে তারা তাদের ‘বড় অফিসার’ আসার কথা বলে সময় ক্ষেপণ করে। কক্ষের সামনে একটি সাইনবোর্ড লাগানোর অনুমতি চাইলে তাদের নিষেধ করা হয়।

পরে এনজিও কর্মীরা ৬ আগস্ট চুক্তিপত্র সম্পাদনের কথা জানিয়ে রবিবার সন্ধ্যায় একটি কক্ষের সামনে এসকেএফের সাইনবোর্ড লাগায়। তবে তারা কোনও চুক্তিপত্র সম্পাদন না করায় অন্য একজনের কাছে অফিস ভাড়া দেওয়া হয় এবং এসকেএস সাইনবোর্ড সরিয়ে নেয়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু