X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১০টায় স্কুল এসে আড়াইটায় ছুটি!

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
১৫ জানুয়ারি ২০১৯, ১২:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:০১

ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সকাল ৯টায় শুরুর নিয়ম থাকলেও শিক্ষকরা আসতে আসতে বাজে ১০-১১টা। স্কুলে এসে কোনও রকমে দু-চারটি ক্লাস নেন তারা।  দুপুর আড়াইটা বাজতেই একে একে বেরিয়ে পড়েন স্কুল থেকে। এমনটাই জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রতিদিনই কমছে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা। তবে স্কুলের শিক্ষকরা এসব অভিযোগ মানতে নারাজ।

সরেজমিনে রবিবার দুপুর পৌনে ৩টায় ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, অফিস কক্ষসহ শ্রেণিকক্ষগুলোয় তালা ঝুলছে। স্কুলের বিদ্যালয়ের বারান্দায় কিছু শিশু হইচই করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, সকাল ৯টা থেকে স্কুল শুরু হওয়ার কথা। কিন্তু শিক্ষকরা এসে পৌঁছান ১০টা থেকে ১১টা নাগাদ। আড়াইটা বাজলেই বাড়ি ফিরতে শুরু করেন শিক্ষকেরা। যদিও অন্য সব স্কুলের মতোই বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা। কিন্তু বেশিরভাগ দিনই দুপুরের খাওয়ার সময় হলেই স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যাচ্ছেন শিক্ষকরা।

তারা আরও বলেন, এলাকার লোকজন বহুবার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা এলাকাবাসীর কথা আমল নেননি।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়েই স্কুল ছুটি হয়। ওই দিন অফিসিয়াল কাজে সোয়া ৩টার দিকে আমি স্কুল থেকে চলে আসি। অন্যান্য শিক্ষকরা নির্ধারিত সময় পর্যন্ত স্কুলে থাকার কথা ছিল।’

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস