X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাপা’র এমপিকে হত্যাচেষ্টার অভিযোগে আ. লীগের ২২ নেতাকর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২২:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২০

মামলা পিরোজপুর-৩ (মঠবাড়িয়ার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে রুস্তম আলী ফরাজীর উন্নয়ন প্রতিনিধি আলী রেজা রঞ্জু বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ তথ্য জানান।

আসামিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, বড়মাচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেনের মতো নেতাদের নাম রয়েছে।

মামলার বাদী আলী রেজা রঞ্জু জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে এক আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। সেখান থেকে বাসভবনে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সমর্থকরা রস্তুম আলীকে হত্যার উদ্দেশে তার গাড়িতে হামলা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।  

এ বিষয়ে রস্তুম আলী ফরাজী বলেন, ‘বিভিন্ন সময় আমি মাদকের বিরুদ্ধে কথা বলি। এ কারণে আমাকে হত্যার উদ্দেশে উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের নেতৃত্বে এই হামলা করা হয়েছে। পুলিশ না থাকলে তারা আমাকে মেরে ফেলতো।’

এ বিষয় আরিফুর রহমান সিফাত বলেন, ‘অনুষ্ঠান শেষে আমরা যে যার মতো বাড়ি চলে এসেছি। আমি ও আমাদের কেউ এ হামলার সঙ্গে জড়িত নয়। হয়রানি করার উদ্দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ওসি মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের