X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, একজনকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৩০

দণ্ডাদেশ পাওয়া ভুয়া ডাক্তার পটুয়াখালীর কলাপড়া পৌর শহরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালী র‌্যাব-৮ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

কারাদণ্ডে দণ্ডিত ওই দুই ভুয়া ডাক্তার হলেন-কলাপড়া হাসপাতাল সড়কের জননী প্যাথলজির মোহাম্মদ শরীফ জামাল ও সাউথ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঞ্জায় কুমার তালুকদার। এ সময় দুই ক্লিনিকের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের অপর একটি দল কলাপাড়া পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে শিলা ডেন্টাল ক্লিনিকের দন্ত চিকিৎসার বৈধ কাগজপত্র না থাকায় ভুয়া চিকিৎসক সুভাষ চন্দ্র মিত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই ডেন্টাল ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম। এ সময় কলাপাড়া হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, সঞ্জয় কুমার তালুকদার পেশায় গরুর ফার্ম মালিক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। অপর চিকিৎসক মোহাম্মদ শরীফ জামাল এর আগেও ভুয়া ডাক্তার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু জামিনে এসে আবার প্রতারণা শুরু করেছে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে কারাদণ্ড ও দুই প্যাথলজি মালিককে এক লাখ টাকা করে টাকা জরিমানা করা হয়েছে। অপর ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ