X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আটক

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২১, ২৩:৫১আপডেট : ২৪ মে ২০২১, ২৩:৫১

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে চাঁদা দাবির অভিযোগে আবু রায়হান (২৪) নামে এক কথিত গণমাধ্যমকর্মীকে আটক করা হয়েছে। আটকের পর স্থানীয় জনতা ওই যুবককে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা মো. মেহেদী হাসান।

সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে লেবুখালী ফেরীঘাট থেকে ওই যুবককে আটক করা হয়। আটক রায়হান অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন বার্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি বলে দাবি করেন। ঘটনার সময় পালিয়ে যায় রায়হানের আপন ভাইসহ অপর এক সহযোগী। আটক রায়হান সদর উপজেলার উত্তরবদরপুরের হাবিবুর রহমানের ছেলে।

ঘটনার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার চলমান লকডাউন শিথিল হলে স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালী থেকে কিছু যাত্রী নিয়ে বাস বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রায়হান স্বাস্থ্যবিধি উপেক্ষা ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে আলিফ পরিবহনের সুপার ভাইজার স্বপন দাসের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রায়হান ও বাসের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হলে আশপাশ থেকে লোকজন জড়ো হয়। খবর পেয়ে দুমকী থানা পুলিশ ঘটনাস্থল থেকে রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে। 

চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আটক দুমকী উপজেলা আওয়ামী লীগ নেতা ও লেবুখালী ফেরীর সাব ইজাদার আব্দুল রশীদ বলেন, উল্লেখিত ঘটনার জেরে উভয়পক্ষের ডাকাডাকি শুরু হলে আমরা এগিয়ে যাই। তখন রায়হান নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। একইভাবে একটি ভুয়াচক্র ফেরীঘাটে এসে জাটকা ট্রাক ধরে অর্থ আদায় করে বলে দাবি করেন স্থানীয়রা।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, পটুয়াখালীতে এরকম কথিত গণমাধ্যমকর্মী একাধিক রয়েছে। যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে থাকেন। এ বিষয় একাধিকবার জেলাপ্রশাক ও পুলিশ সুপারকে বলা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, (পিপিএম) বলেন, এই মুহূর্তে আমি পটুয়াখালীর বাইরে আছি। ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’