X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আটক

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২১, ২৩:৫১আপডেট : ২৪ মে ২০২১, ২৩:৫১

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে চাঁদা দাবির অভিযোগে আবু রায়হান (২৪) নামে এক কথিত গণমাধ্যমকর্মীকে আটক করা হয়েছে। আটকের পর স্থানীয় জনতা ওই যুবককে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা মো. মেহেদী হাসান।

সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে লেবুখালী ফেরীঘাট থেকে ওই যুবককে আটক করা হয়। আটক রায়হান অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন বার্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি বলে দাবি করেন। ঘটনার সময় পালিয়ে যায় রায়হানের আপন ভাইসহ অপর এক সহযোগী। আটক রায়হান সদর উপজেলার উত্তরবদরপুরের হাবিবুর রহমানের ছেলে।

ঘটনার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার চলমান লকডাউন শিথিল হলে স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালী থেকে কিছু যাত্রী নিয়ে বাস বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রায়হান স্বাস্থ্যবিধি উপেক্ষা ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে আলিফ পরিবহনের সুপার ভাইজার স্বপন দাসের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রায়হান ও বাসের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হলে আশপাশ থেকে লোকজন জড়ো হয়। খবর পেয়ে দুমকী থানা পুলিশ ঘটনাস্থল থেকে রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে। 

চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আটক দুমকী উপজেলা আওয়ামী লীগ নেতা ও লেবুখালী ফেরীর সাব ইজাদার আব্দুল রশীদ বলেন, উল্লেখিত ঘটনার জেরে উভয়পক্ষের ডাকাডাকি শুরু হলে আমরা এগিয়ে যাই। তখন রায়হান নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। একইভাবে একটি ভুয়াচক্র ফেরীঘাটে এসে জাটকা ট্রাক ধরে অর্থ আদায় করে বলে দাবি করেন স্থানীয়রা।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, পটুয়াখালীতে এরকম কথিত গণমাধ্যমকর্মী একাধিক রয়েছে। যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে থাকেন। এ বিষয় একাধিকবার জেলাপ্রশাক ও পুলিশ সুপারকে বলা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, (পিপিএম) বলেন, এই মুহূর্তে আমি পটুয়াখালীর বাইরে আছি। ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক