X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এমপি পংকজ নাথের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার ৫

বরিশাল প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২২:১৪আপডেট : ০৯ জুন ২০২১, ২২:১৪

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৯ জুন) দুপুরে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সরদার।

এর আগে মঙ্গলবার (০৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে এ ঘটনা ঘটে। গাড়ির গ্লাস ভেঙে চালক আহত হয়েছেন।

মামলার বাদী জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচিতে মঙ্গলবার বিকালে অংশগ্রহণ করেন এমপি পংকজ নাথ। এরপর স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম নেন। রাত সোয়া ৯টার দিকে ডাকবাংলো থেকে হিজলা ফেরিঘাটের দিকে যাত্রা করেন। হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে একদল বিক্ষুব্ধ লোক তার গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর আহত হন।

ইব্রাহীম সরদার বলেন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ পংকজ নাথের অনুসারী। এ নিয়ে ওই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী এনায়েত হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হন। তারা হামলা করেছেন বলে দাবি করেন তিনি।

এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম রাসেল বলেন, এমপি সাহেব সুস্থ ও স্বাভাবিক আছেন। তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, স্থানীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। ওই পথ ধরে যাওয়ার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই আমি।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য পংকজ নাথের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জ ও হিজলায় চলছে হামলা-সংঘর্ষ। এসব ঘটনায় হিজলায় দুজন এবং মেহেন্দিগঞ্জে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

/এএম/
সম্পর্কিত
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে