X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর প্রশিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৮:৪১আপডেট : ২৩ জুন ২০২১, ১৮:৫৮

পিরোজপুরের কাউখালীতে চাঁদা না পেয়ে নৌবাহিনীর এক প্রশিক্ষককে মারধরের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে জহিরুল ইসলাম সাদি নৌবাহিনীর প্রথম শ্রেণির বেসামরিক প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী। তার কাছে একই এলাকার নাজমুল হাসান প্রিন্স তালুকদার ফুটবল ম্যাচ আয়োজনসহ বিভিন্ন উপলক্ষে চাঁদা দাবি করতেন। অভিযুক্ত প্রিন্স ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৯ জুন বিকেলে ওই ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ফলইবুনিয়া এলাকায় জহিরুল ইসলামের বাড়ির সামনে মারধর করে তাকে গুরুতর আহত করে।

মঙ্গলবার (২২ জুন) ভুক্তভোগীর ফুফু নাছিমা বেগম বাদী হয়ে নাজমুল হাসান প্রিন্সের নাম উল্লেখ করে এবং ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে কাউখালী থানায় মামলা দায়ের করেন।

জহিরুল ইসলাম জানান, তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় থাকা নৌবাহিনীর কমিশন অফিসারদের প্রশিক্ষণ ঘাঁটিত প্রথম শ্রেণির প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি সাত দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শিয়ালকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন আলী খান দুলু জানান, নামজুল হাসান প্রিন্স তালুকদার দাঙ্গাবাজ প্রকৃতির লোক।

জানতে চাইলে নাজমুল হাসান প্রিন্স জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

/এফআর/
সম্পর্কিত
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী