X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্যবস্থাপত্র দেখিয়ে বেশি দামে কিনতে হচ্ছে নাপা ট্যাবলেট

সালেহ টিটু, বরিশাল
১০ আগস্ট ২০২১, ১৫:৪২আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:০৪

বরিশালে জ্বর-সর্দিতে ব্যবহার হওয়া প্যারাসিটামল জাতীয় ওষুধ নাপার সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সাধারণ দোকানি ও ফার্মেসিগুলো ক্রেতাদের থেকে যে যার মতো দাম আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ব্যবস্থাপত্র ছাড়া নাপা ট্যাবলেট দেওয়া হচ্ছে না বলেও জানা গেছে। ক্রেতারা বেশি দাম দিয়ে ব্যবস্থাপত্র দেখিয়ে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। লকডাউন শুরুর পর থেকেই স্থানীয় ফার্মেসিগুলোতে বাড়তি দামে ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। 

ক্রেতারা বলছেন, ২০ দিন আগে থেকেই বাজারে আসছে না নাপা জাতীয় ট্যাবলেট। বাড়িতে টাকা দিয়েও মিলছে না নাপা এক্সটেন্ড ও নাপা ট্যাবলেট। এ অবস্থায় অনেক ফার্মেসিতে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তা বিক্রি হচ্ছে নাপা।

নগরীর নথুল্লাবাদ এলাকার ফার্মেসি ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, নাপা ট্যাবলেটের সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নাপা র‌্যাপিড অর্ডার করেও পাচ্ছি না। এখন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা। পাঁচ থেকে সাত বক্সের অর্ডার করে এক বক্স পাওয়া যাচ্ছে। এ সংকট শুরু হয়েছে সর্বশেষ লকডাউন থেকে।  

ক্রেতারা বলছেন, সংকট থাকায় নগরী থেকে শুরু করে গ্রামাঞ্চলে ১৫ টাকার নাপা এক্সটেন্ডের পাতার জন্য নেওয়া হচ্ছে ২০-২৫ টাকা। একইভাবে নরমাল নাপা ট্যাবলেট এক পাতা ১০ টাকা দাম থাকলেও নেওয়া হচ্ছে ১৫ টাকা।  

নথুল্লাবাদের ওষুধ ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, করোনা শুরুর পর থেকে নাপা ট্যাবলেট নিয়ে বেশি লেখালেখি হওয়ায় চাহিদা বেড়ে যায়। এ কারণে অন্য কোম্পানির একই জাতের ওষুধ ভালো হলেও চলছে না। 

নাম প্রকাশ না করা শর্তে বেক্সিমকোর বিক্রয় প্রতিনিধি বলেন, আমরা যেভাবে চাহিদা দিই, সেভাবে সরবরাহ করা হচ্ছে না। এ কারণে ফার্মেসিগুলোর চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। এ সংকটের মূল কারণ হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে নাপা গ্রুপের তিনটি ওষুধ সরবরাহ করা হচ্ছে। কিন্তু সে অনুপাতে উৎপাদন বাড়েনি। যে কারণে ফার্মেসিগুলোতে সরবরাহ কমে গেছে।

বরিশাল বিভাগীয় ওষুধ প্রশাসনের উপ-পরিচালক অদিতি স্বর্ণা বলেন, বেক্সিমকো ছাড়া অন্য সব কোম্পানির প্যারাসিটামল গ্রুপের যে ওষুধ আছে তাও ভালো এবং কার্যকর। কিন্তু ক্রেতারা একটি কোম্পানির ওষুধের ওপর নির্ভর হয়ে পড়ছেন। এ সুযোগ নিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
রাজধানীতে ক্ষতিকর ওষুধসহ ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি