X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ২১:৫১আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১:৫১

বরগুনার বেতাগীতে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রের চাচার করা মামলায় তাকে গ্রেফতার দেখায় বেতাগী থানা পুলিশ। এর আগে, দুপুরে ভুক্তভোগীর চাচা এলাকাবাসীর সহযোগিতায় ওই শিক্ষককে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেতাগী থানা ও  স্থানীয় সূত্রে জানা গেছে, হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রকে প্রায়ই যৌন হয়রানি করতেন। একাধিকবার এমন কাণ্ড করে বাইরের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। শিশুটি ভয়ে এক পর্যায়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ছাত্রের দাদি স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ছাত্র প্রধান শিক্ষক দুলালের নির্যাতনের কথা সে তাকে জানায়। এরপর দাদি বিষয়টি চাচাকে জানান। ভুক্তভোগীর মুখে যৌন নিপীড়নের কথা শুনে ছাত্রের চাচা ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধরে প্রথমে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে এলে তিনি আইনি ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করেন।

ভুক্তভোগীর চাচা বলেন, ‘আমার ভাতিজা বাসায় ওর দাদির কাছে থেকে পড়াশোনা করে। ওর বাবা-মা ঢাকায় থাকেন। বেশ কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার ক্ষেত্রে অনীহা দেখে ওর দাদি জিজ্ঞাসা করলে সব খুলে বলে। একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তাহলে আমরা আমাদের বাচ্চাদের কার ভরসায় স্কুলে পাঠাবো? আমি এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই প্রধান শিক্ষকের নামে থানায় একটি মামলা হয়েছে জেনেছি। মামলার পরপরই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বেতাগী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান