X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

উপহারের জমি নিজের ও মায়ের নামে চেয়েছেন আসপিয়া

সালেহ টিটু, বরিশাল
১১ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামেই আসপিয়া ইসলামকে দুই শতাংশ জমির ওপর প্রধানমন্ত্রীর ‍উপহারের ঘর দেওয়া হচ্ছে। আসপিয়া ও তার মায়ের নামে জমির দলিলের কাজ ররিবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হবে। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করে দলিল হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইউএনও। জমির দলিল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ‘সোনার হরিণ কনস্টেবল পদের চাকরি ধরা দেবে’ বলে ‍আশা ‍আসপিয়ার।

বাংলা ট্রিবিউনকে আসপিয়া বলেন, ‘হিজলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় জমি দেখিয়েছেন ইউএনও। সেখানে আমি ও আমার মা গিয়ে জমি পছন্দ করে দিয়েছি। এখন ওই জমি পরিষ্কার করে সেখানে ঘর তোলার কাজ শুরু করার কথা রয়েছে। জমিটুকু আমার ও মায়ের নামে দেয়ার অনুরোধ করেছি। সেভাবে জমির দলিল হবে বলে নিশ্চিত করা হয়েছে। আমি এখন ওই জমির দলিলের অপেক্ষায় আছি। দলিল পেলে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের কারণেই আমার কথা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন সব কর্মকর্তার কাছে পৌঁছেছে। তাদের কারণে এখন আমার এক টুকরো জমি হচ্ছে। আর জমির সঙ্গে সঙ্গে আমার স্বপ্ন কনস্টেবল পদে চাকরিটাও ধরা দেবে বলে আশা করছি। চাকরিটা পেলে আমার পরিবারের চেহারা পাল্টে যাবে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকায় সেখান থেকে উত্তরণের পথ খুঁজতেই কনস্টেবল পদে আবেদন করি। সেই আবেদনে চাকরি হয়েও আবার থেমে গেলো। সেই কষ্টের জায়গা এখন আর আমার নেই। যেভাবে সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে তাতে করে দৃঢ় বিশ্বাস জন্মেছে আমি চাকরিটা পাবো।’

হিজলা ডিগ্রি কলেজের পাশেই দেওয়া হচ্ছে আসপিয়াকে জমি ও ঘর

আসপিয়ার মা ঝর্ণা বেগম বলেন, ‘জমি না থাকলে চাকরি হয় না, এটা আমাদের জানা ছিল না। আসপিয়া যখন এ সমস্যায় পড়ে, তখন জানলাম বিষয়টি। আগেভাগে জানলে আসপিয়া আবেদনই করতো না। তারপরও চাকরি হয়েও হচ্ছে না শুনে এত খারাপ লেগেছে। মনে হয়েছে আল্লাহ আমাদের ওপর রাগ করে আছেন। তা না হলে মেয়েটা ভালোভাবে নিয়োগ পরীক্ষা পাস করার পরও কেন চাকরি হবে না? এরপর যা হয়েছে তাতো আপনারাই ভালো জানেন। প্রতিদিন বিভিন্ন ব্যক্তি মোবাইল করে আসপিয়ার নামে জমি দিতে চাচ্ছেন। আসলে আমরা তা গ্রহণ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, সরকার থেকে যে জমিটুকু দেওয়া হবে সেটুকুই নেবো।’

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘হিজলা সরকারি ডিগ্রি কলেজের বিপরীত পাশে দুই শতাংশ জমির ওপর প্রধানমন্ত্রীর ‍উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হবে আসপিয়াকে। ওই জমি আসপিয়া ও তার মা দেখেছেন। এখন জমিতে ঘর উত্তোলনের কাজ শুরু হবে। ঘর উত্তোলনের আগেই এ সপ্তাহের মধ্যে জমির দলিল তাদের হাতে দেওয়ার চেষ্টা চলছে। এ জন্য বহু কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব এ কাজটি সম্পন্নের নির্দেশনা রয়েছে। সেভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’

পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে সবকটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন আসপিয়া ইসলাম। সবশেষ ২৯ নভেম্বর ভাইভায় উত্তীর্ণ সকলের ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও উত্তীর্ণ হন আসপিয়া। চূড়ান্ত নিয়োগের আগে জেলা পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে আসপিয়া ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। এতে করে চাকরির স্বপ্ন শেষ হয়ে যায় আসপিয়ার।

এ জন্য গত বুধবার আসপিয়া ডিআইজির সঙ্গে সাক্ষাৎ করলেও কোনও সমাধান না হওয়ায় বরিশাল পুলিশ লাইন্সের সামনে বসে থাকেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনে ‘এক খণ্ড জমি না থাকায় চাকরি হলো না আসপিয়ার’ শিরোনামে খবর প্রকাশিত হয়। সংবাদটি ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে। আসপিয়ার মোবাইলে কল আসতে শুরু করে সরকারের বিভিন্ন দফতর ও দেশ-বিদেশের মানুষের কাছ থেকে। আসপিয়া পেতে থাকেন আশ্বাস। প্রায় নিভতে যাওয়া কনস্টেবল পদে চাকরির স্বপ্নটি আবার জ্বলে ওঠে সদর্পে। এখন তাকে জমি দিয়ে চাকরির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে সরকার পক্ষ থেকেই।

/এফআর/
সম্পর্কিত
নিজের বাসায় পড়ে ছিল বৃদ্ধের গলে যাওয়া লাশ
পুলিশে এসআই নিয়োগে ৮৮টি পদ সংরক্ষণের নির্দেশ
ফরাসি পুলিশের গাড়িতে হামলা: কে এই পলাতক কারাবন্দি মোহাম্মদ আমরা?
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল