X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আতঙ্কিত যাত্রীদের নিয়ে বরিশাল পৌঁছেছে সুরভী-৯ লঞ্চ

বরিশাল প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৪:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৪৭

আতঙ্কিত যাত্রীদের নিয়ে বরিশাল ঘাটে পৌঁছেছে সুরভী-৯ লঞ্চটি। তবে আগুনের বিষয়টি গুজব বলে দাবি করেছেন ওই লঞ্চের স্টাফরা। তবে যাত্রীদের দাবি, লঞ্চটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় এক যাত্রী ৯৯৯ নম্বরে কল দিয়ে আগুনের বিষয়টি জানান। এরপর কোস্টগার্ড ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের তদারকিতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় লঞ্চটিকে। এতে ৫শ’ যাত্রী রক্ষা পান।

এদিকে সুরভী-৯ লঞ্চটি বরিশাল ঘাটে আসার পর গুজব ছড়ানোর অভিযোগ তুলে কিছু যাত্রীর ওপর লঞ্চের স্টাফরা চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় বেসরকারি টিভি চ্যানেলের দুই ক্যামরা পারসন ভিডিও করতে গেলে হামলার শিকার হন।

লঞ্চের দ্বিতীয় ডেকের যাত্রী উম্মে হাবিবা বলেন, ‘শনিবার রাত ৯টায় যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। সোয়া ১১টার দিকে দ্বিতীয় তলায় সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করে। ডেকের যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।’

হাবিবা জানান, তিনি ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়। কোস্টগার্ড মোহনপুর এলাকায় লঞ্চটির গতিরোধ করে মোহাপুর ঘাটে ভেড়াতে বাধ্য করে। পরবর্তী সময়ে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নির্দেশে লঞ্চটি চাঁদপুর ঘাটে নেওয়া হয়। সেখানে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পরিদর্শন শেষে লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল ঘাটে নোঙর করে সুরভী-৯ লঞ্চটি।

ইঞ্জিন রুম থেকে ধোঁয়ার সৃষ্টি হয় লঞ্চের একাধিক স্টাফ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসার পর চাঁদপুর অতিক্রমের পরপরই সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া নির্গত হতে থাকে। এ সময় আগুন আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। যাত্রীদের মধ্য থেকে কে বা কারা ৯৯৯ নম্বরে কল দিলে সেখান থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে অবহিত করা হয়। তারা এসে লঞ্চটির গতিরোধ করে চাঁদপুর ঘাটে নিয়ে যায়। সেখানে একাধিক দফতরের কর্মকর্তা ইঞ্জিন রুম পরিদর্শন করে সব ঠিক থাকায় যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ত্যাগ করার অনুমতি দেন। এরপর যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল সাড়ে ১০টার মধ্যে লঞ্চ বরিশাল ঘাটে নোঙর করে। তবে এ সময় কিছু স্টাফের সঙ্গে যাত্রীদের হাতাহাতি হয়। এ সময় ছবি তুলতে আসা টেলিভিশনের ক্যামেরা পারসনদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। স্টাফরা দাবি করেন, তাদের কেউ আঘাত করেনি।

আহত চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরা পারসন রুহুল আমিন জানান, লঞ্চটি বরিশাল ঘাটে ভিড়লে যাত্রীদের ওপর হামলা শুরু হলে ছবি তুলতে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই লঞ্চের ম্যানেজার মিজানুর রহমান তার সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটান। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন মৃদুল ইসলাম ও তিনি আঘাত পান।

লঞ্চের ইঞ্জিন রুমের দায়িত্বরত গ্রিজারম্যান আনিসুর রহমান বলেন, ‘লঞ্চ পানি দিয়ে পরিষ্কার করার সময় কিছুটা পানি অ্যাডজাস্ট পাইপে জমেছিল এবং ওই পাইপে ভেজা কাপড় ছিল। ইঞ্জিন গরম হয়ে যাওয়ায় ওই পানি ও কাপড় থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে লঞ্চ চাঁদপুরে ভেড়ানো হয়। সেখানে একাধিক দফতরের কর্মকর্তারা ইঞ্জিন রুম পরিদর্শন করে সব ঠিক থাকায় লঞ্চ ছাড়ার নির্দেশ দেন। পরবর্তী সময়ে লঞ্চ চালিয়ে নির্বিঘ্নে বরিশাল ঘাটে যাত্রীদের পৌঁছে দেওয়া হয়। তবে লঞ্চ বরিশাল ঘাটে আসার পর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’

সুরভী নেভিগেশনের পরিচালক রেজিন উল কবির বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে জন্য দায়ী স্টাফকে বরখাস্ত করা হবে।’

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চের দুটি ইঞ্জিনই সচল থাকায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছাড়ার অনুমতি দেন। বরিশাল নৌ বন্দরে নোঙর করার পর কোনও সমস্যা ধরা পড়েনি।’

আরও খবর: সুরভী লঞ্চে আগুন আতঙ্ক, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের 

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ