X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় স্বামীর ভিটাও কেড়ে নিয়েছে: বীরাঙ্গনা জামিনা

পটুয়াখালী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৩

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় নিজের স্বামীর ভিটাটুকুও হারিয়েছেন বলে দাবি করেছেন বীরাঙ্গনা জামিনা বেগম। তার অভিযোগ, যুদ্ধাপরাধী আব্দুল গনি হাওলাদারের নিকট আত্মীয় আব্দুল লতিফ তালুকদার, সোহাগ তালুকদার ও আতিক তালুকদার তার শেষ সম্বল স্বামীর ভিটাটাও জোরপূর্বক দখল করে নিয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সেখানে জামিনা বেগমের পক্ষে লিখত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি। এ সময় জামিনা বেগমের রিকশাচালক ছেলে সুজাল তালুকদারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বীরাঙ্গনা জামিনা বেগম বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী তাদের দোসর পটুয়াখালী রাজাকারদের সহায়তায় ইটবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নারীদের ধরে নিয়ে এসে সার্কিট হাউসে পাশবিক নির্যাতন চালায়। আমি জামিনা বেগম তাদের মধ্যে একজন। মহান স্বাধীনতার জন্য আমার সর্বস্ব হারিয়ে স্বামীকে নিয়ে আশ্রিত হয়ে জীবনযাপন করি। কিন্তু ৩০ বছর আগে আমার স্বামীর মৃত্যু হলে আমি আমার সন্তানদের নিয়ে কোনোরকম খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছি।’

তার দাবি, ‘একাত্তরের পাশবিক নির্যাতনের ঘটনা ২০১৭ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে দিয়েছি। এরপরই যুদ্ধাপরাধী আব্দুল গনি হাওলাদারের নিকটাত্মীয় আব্দুল লতিফ তালুকদার, সোহাগ তালুকদার ও আতিক তালুকদার আমাদের জায়গা জোরপূর্বক দখল করে নেয় (যার জে.এল নং- ৩৯, খতিয়ান নং-৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০,১০১,১০২,১০৩,১০৪,১০৫ ও ১০৬)। জমি দখল করেই থামেনি, তারা আমার সন্তানদের দেশ ছাড়া করার হুমকিও দেয়। এ বিষয়ে আমি ২০১৯ সালে পটুয়াখালী পুলিশ সুপার বরাবর আবেদন করলে সদর থানার ওসি আমার জমি উদ্ধারের জন্য স্থানীয়দের সমন্বয়ে সালিশি বৈঠকের ব্যবস্থা করে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী আমি জমি পাবো এটা প্রমাণিত হয়েছে। সে সময় বর্ষা মৌসুম থাকায় জমি বুঝিয়ে দেওয়া হয়নি। এরপর আমি বিভিন্ন সময় সালিশদারদের দ্বারস্থ হয়েও জমির দখল বুঝে পাইনি।’

তিনি বলেন, ‘বর্তমানে টাউন কালিকাপুর গ্রামের লিলি মৃধা, কামাল মৃধা আমাকে ও আমার ছেলে-মেয়েদের হুমকি-ধমকি দিয়ে আসছে। তারা বলছে, তারা বড় সাংবাদিক এবং ওপরের মহলে তাদের হাত রয়েছে। আমরা বেশি বাড়াবাড়ি করলে আমাকেসহ আমার সন্তানদেরকে মাদক দিয়ে পুলিশ ধরিয়ে দেবে। আমার বিরোধীপক্ষের প্রধান সোহাগ তালুকদার, লিলি ও কামাল গং এর সহায়তায় আমাদেরকে বাড়ি ছাড়া করার পাঁয়তারা চালাচ্ছে।  তারা হুমকি দেয়, আমার জমিজমাতো পাবোই না বরং আমার রিকশাচালক ছেলেকে গুম করে ফেলবে।’

‘১৯৭১ সালে যুদ্ধের সময় সবকিছু হারিয়ে বিগত ৫০ বছরে মৃত মানুষের মতো বেঁচে আছি। এবার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার অপরাধে আমার শেষ সম্বল স্বামীর ভিটাটুকুও বেদখল হয়ে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমার জমিজমা বেহাত হয়। তাহলে হয়তো নালিশ জানানোর জন্য মহান রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নেই।’

তবে অভিযোগের বিষয়ে জানতে আব্দুল লতিফ তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি বলেন, ‘২০১৯ সালে যুদ্ধাপরাধী আব্দুল গনি হাওলাদারের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক। তারপর থেকে সে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিল। ফাঁসি কার্যকর হওয়ার আগেই ২০২০ সালে কারাগারে তার মৃত্যু হয়।’

/এফআর/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা