X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টিকটকের ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে জখম 

পটুয়াখালী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩০

পটুয়াখালীর কলাপাড়ায় টিকটকের অশ্লীল ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসলাম ও বেল্লাল নামের দুই টিকটকারের বিরুদ্ধে। ওই নারীর চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর বড় মেয়ে দাবি করেন, ‘সকাল ৭টার দিকে এক তরুণীকে নিয়ে একই এলাকার আসলাম, বেল্লাল ও ইছা নামের তিন টিকটকার আমাদের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা ওই তরুণীকে নিয়ে টিকটকের অশ্লীল ভিডিও বানাচ্ছিলেন। এ সময় আমার মা বেশ কয়েকবার তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর আমার ভাই এসে ভিডিও তৈরিতে বাধা দিলে আসলাম ও বেল্লাল তাকে মারধর করে। একপর্যায়ে মা মারধরে বাধা দিলে তারা মা ও আমার বোনদের মারধর করে। এতে মায়ের চোখে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।’

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ইকবাল মাহমুদ জানান, ওই নারীর দুই চোখেই আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইছা দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে ডাকাডাকি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুই গ্রুপের মারামারি চলছে।

অভিযুক্ত আসলামের দাবি, ‘ওই নারীর গায়ে আমরা হাত দেইনি। তার ছেলের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে ছেলের হাতেই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন।’

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু
কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে মৃত্যুশয্যায় চিকিৎসক বাবা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া