X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নাজিরপুরে চা খেতে নেমে ৩ অপহরণকারী আটক

পিরোজপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ০৩:৩১আপডেট : ১৬ মে ২০২২, ০৩:৩২

পিরোজপুরে কোটি টাকার সিরামিকসের চোরাই কাঁচা মালের ট্রাক ও মাইক্রোবাসসহ ৩ অপহরকারীকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রবিবার (১৫ মে) উপজেলার রাবেয়া ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মিঠুন মজুমদার বলেন, তেলের পাম্পের সামনে একটি প্রাইভেটকারের ভিতরে একজনকে চোখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। এতে সন্দেহ হলে আমরা ওই মাইক্রোবাসটিকে ঘিরে রাখি এবং রাবেয়া ফিলিং স্টেশনের ভিতরে একটি মালবাহী লোড ট্রাক দেখতে পেয়ে নাজিরপুর থানায় খবর দেই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মাইক্রোবাসটিকে আটক করে এবং জানতে পারি ওই মালবাহী ট্রাকের হেলপারকে ওই মাইক্রোবাসের ভিতরে গামছা দিয়ে মুখ বেঁধে রেখেছিল অপহরকারীরা।

নাজিরপুর থানার উপ- পরিদর্শক মোঃ ইয়াসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের হেলপারকে উদ্ধার করি এবং ৩ অপহরকারীকে হেফাজতে নেই এবং বাকী ট্রাক ড্রাইভারসহ আরও দুজন দৌড়ে পালিয়ে যায়। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৫৩৬৯) এবং মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৪৬৫১) আটক করা হয়। ট্রাকে থাকা সিরামিকসের কাঁচামাল শুল্ক ফাঁকি দিয়ে কেনা-বেচা হয়েছে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া হেলপার মানিক (২০) পটুয়াখালী থানার বাহাদুরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম মোল্লার ছেলে। আটক হওয়া তিন অপহরকারী হলো পিরোজপুরের কুমারখালী গ্রামের আনোয়ার সিকদার এর ছেলে মোঃ সাহেদ (৩৬), আরাফাত শেখের ছেলে মোঃ আরমান (২২), এবং পিরোজপুরের শারিকতলা ইউনিয়নের মুজিবুর রহমান হাওলাদারের ছেলে সোহেল শেখ (৩০)।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার যুম্মদি ব্রিজ নামক স্থান থেকে ট্রাকটি লোড হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফরিদপুর বাইপাস নামক স্থান থেকে ট্রাকের গতিরোধ করে ২ অপহরকারী ট্রাকের হেলপারকে চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নেয় এবং অপর দুই অপহরনকারী ট্রাকে উঠে ড্রাইভারকে জিম্মি রেখে প্রাইভেট ফলো করে ট্রাক চালাতে বলে। নাজিরপুরে রাবেয়া ফিলিং স্টেশনে এসে ট্রাক রেখে প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা চা খেতে নামলে স্থানীয় মারুফ ও মিঠু প্রাইভেটে থাকা চোখ-মুখ বাধাঁ অবস্থায় ট্রাকের হেলপারকে দেখে সন্দেহ হলে থানায় খবর দিলে থানা পুলিশ ৩ অপহরনকারীকে আটক করে এবং অপর দুই অপহরনকারী ট্রাক ড্রাইভারকে নিয়ে পালিয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি