X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে বাড়ছে নদ-নদীর পানি, ৩০ গ্রাম প্লাবিত

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২১:৪৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ২১:৪৩

পটুয়াখালীতে পূর্ণিমার কারণে জোয়ারের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে। এতে পৌর শহরের বেশকিছু এলাকাসহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। দুর্ভোগে রয়েছে প্রায় ২০ হাজার মানুষ। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিন দেখা গেছে, জোয়ারের প্রভাবে জেলার রাঙ্গাবালী, কলাপাড়া, দশমিনা, গলাচিপা, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। এতে প্লাবিত হয়েছে ৩০টিরও বেশি গ্রাম। 

এছাড়া জেলার বেড়িবাঁধের বাইরে বসবাসরত অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে। দফায় দফায় জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। ভেসে গেছে বেশকিছু ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 

দুর্ভোগে রয়েছে প্রায় ২০ হাজার মানুষ

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বাশিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আমাদের ইউনিয়নের পূর্ব পাশের বেড়িবাঁধ অনেক আগেই ভেঙে গেছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে একটু বৃদ্ধি পেলেই ওই ভাঙা জায়গা দিয়ে পানি প্রবেশ করে। এতে প্লাবিত হয় ইউনিয়নের অধিকাংশ গ্রাম।’

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ফিরোজ মিয়া বলেন, ‘আমাদের এখানে মূল বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ঢেউয়ের ঝাপটায় বেশ কিছু গাছপালা এবং দোকান-ঘর ভেঙে গেছে। এছাড়া পানিবন্দি হয়ে আছে ১০ গ্রামের মানুষ।’

একই এলাকার অপর বাসিন্দা আমজেদ উদ্দিন বলেন, ‘আমাদের দুর্ভোগ আসলে কারও চোখে পড়ে না। বছরের প্রায়ই সময় আমরা পানির নিচে থাকি। আমাদের দুর্ভোগের শেষ নেই।’

ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে

লালুয়া ইউনিয়নের ইউপি সদস্য জাফর আলী সরদার জানান, এই এলাকার অনেক মানুষ ভাঙা বেড়িবাঁধ নিয়ে ব্যাপক দুর্ভোগে রয়েছেন। আমরা বার বার উপজেলা প্রশাসনকে বেড়িবাঁধ নির্মাণের অনুরোধ জানিয়েছে। কিন্তু কোনও কাজে আসছে না। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, পূর্ণিমার কারণে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। এই অবস্থা আরও দুই-একদিন থাকতে পারে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাইছার আলম বলেন, পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে আজ দুপুরে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে এখন বর্ষাকাল, এতে পূর্ণিমার ও অমাবস্যার সময় এরকম পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। লালুয়া ইউনিয়নে বেড়িবাঁধের কাজ মূলত পায়রা বন্দর কর্তৃপক্ষের করার কথা ছিল। কিন্তু তারা করেনি, এখন আমরা করবো।  

/এসএইচ/
সম্পর্কিত
কাজাখস্তানে ভয়াবহ বন্যা, প্রায় এক লাখ মানুষ স্থানান্তর
রেকর্ড উচ্চতায় উরাল নদীর পানি, রাশিয়ায় ১০,৪০০ বাড়ি প্লাবিত
রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, আশ্রয়ের খোঁজে মানুষ
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে