X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

বরগুনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৪:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:৫৬

বরগুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শোক দিবসের আলোচনা সভা চলাকালীন এই ঘটনা ঘটে। আটককৃতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান উপস্থিত হন। কিছুক্ষণ পর বর্তমান ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিশাত হাসান প্রিন্স ও তাদের কর্মী-সমর্থকরাও আসনে। পরে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ড হয়। এরপর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

ছাত্রলীগের একটা অংশ দেশীয় অস্ত্র হাতে বরগুনা শহরের লঞ্চঘাট চত্বর দখলে নেয়। বরগুনা সদর থানার একদল পুলিশ লঞ্চঘাটে এসে নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং বেশকিছু রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাত কয়েকজন। তাদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ শুরু করে।

নদীবন্দর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগের কোনও নেতাকর্মী নদীবন্দরে যায়নি। আর উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ছাত্রলীগের নয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারিকুল ইসলাম বলেন, ‘শিল্পকলা অ্যাকাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি গ্রুপ শিল্পকলা অ্যাকাডেমিতে প্রবেশ করে। দ্বিতীয় তলা থেকে পুলিশের গাড়িতে ইট ছুড়ে মারে তারা। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া দুই জনকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোংলা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি