X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বরিশাল প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানিমূলক কোনও ব্যবস্থা নিলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদক কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া স্মারকলিপিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

স্মারকলিপি দেন বিএএমএ'র সভাপতি ডা. ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিনসহ অন্য সদস্যরা। 

শের-ই বাংলা মেডিক্যালে দুদকের অভিযান, দুর্ব্যবহারের অভিযোগ বিএমএর

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুদকের বরিশালের সহকারী পরিচালক রাজ কুমার সাহা ও তার টিম মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুম আহমেদসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। হাজিরার বিষয়ে তারা অসম্মানজনক কৈফিয়ত তলব করে। এ সময় শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্যশিক্ষার মহাপরিচালকের অনুমতি না পাওয়ায় বায়োমেট্রিক হাজিরার তথ্য দিতে চাননি। এতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন দুদক সদস্যরা। এ সময় মামলারও ভয় দেখানো হয়। সুনির্দিষ্ট কোনও অভিযোগ দাখিল না করে ভীতিকর পরিবেশ তৈরি এবং গণমাধ্যমকর্মীদের সংবাদ পরিবেশনে প্ররোচিত করা হয় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয় উদ্ভূত পরিস্থিতিতে বিএমএম বরিশাল শাখার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

তবে মঙ্গলবার ওই অভিযানের বিষয়ে দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে চিকিৎসকদের নির্ধারিত সময়ে নিজ নিজ কক্ষে পাওয়া যায়নি। এ অবস্থায় দুদক দল কলেজ অধ্যক্ষের কাছে চিকিৎসকদের এক সপ্তাহের বায়োমেট্রিক হাজিরার তালিকা দেখতে চান। তবে কলেজ অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন তা দিতে অস্বীকার করেন। তবে এ ঘটনায় কোনও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।  

স্মারকলিপি পাওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, স্মারকলিপিতে বিএমএ সদস্য এবং চিকিৎসকরা গতকালের ঘটনার বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। তারা দুদক কর্মকর্তাদের দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং দুদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দুদক কর্মকর্তারা শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে যান। তবে সময়মতো তাদের সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় পরে এক সপ্তাহের বায়োমেট্রিক হাজিরা দেখতে চাইলে দুদক কর্মী ও হাসপাতারে চিকিৎসকদের মধ্যে বাদানুবাদ হয়। এ ঘটনার প্রতিবাদে ওইদিন দুপুর আড়াইটার দিকে জরুরি সভা ডেকে বিএমএর বরিশাল জেলা শাখার সদস্যরা দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। তারা দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহার বিচার দাবি করেন। 

 

/টিটি/
সম্পর্কিত
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’