X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা

পিরোজপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১০:১৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:১৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৪০) কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা হয়েছে।  

শফিকুল ইসলামের মা মমতাজ বেগম (৬৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে মঠবাড়িয়া থানায় সাত জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন—তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি শাহজাহান হাওলাদারের ছোটভাই মো. নাসির হাওলাদার (৫০), ছেলে শামীম হাওলাদার (৪২), ছোটমাছুয়া গ্রামের ছগির হাওলাদার (৪৫), মধ্য তুষখালী গ্রামের হাবিব আকন (৫৫), তার ছেলে হুমায়ূন (২৫), একই গ্রামের খায়রুল ইসলাম মুসা শরীফ (৫০), ছোটমাছুয়া গ্রামের বশির পঞ্চায়েত (৪২)। তাদের মধ্যে নাসির হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

আহত শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তিনি তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

গ্রেফতার নাসির হাওলাদার

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি, ব্যবসা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, তার ছোট ভাই নাসির হাওলাদার, ছেলে শামীম হাওলাদার ও সাবেক ইউপি সদস্য সগীর হোসেন হাওলাদারসহ কয়েকজনের সঙ্গে শফিকুলের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে স্থানীয় মুসা শরীফের সঙ্গে চলমান একটি মামলায় শফিকুল আদালতে হাজিরা দিতে যান। মোটরসাইকেলে তুষখালী থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাঝেরপুলের কাছে ফরাজি বাড়ির সামনে কালভার্টের ওপরে আসলে একটি মাহেন্দ্র গাড়ি শফিকুলের গতিরোধ করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে নেমে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্ন করে। এ সময় এলোপাতাড়ি আঘাতে শফিকুলের পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শফিকুলকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাসির হাওলাদারকে আটক করা হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে অনেক কিছু প্রকাশ করা সম্ভব নয়। জড়িতদের গ্রেফতারে প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে।

/এসএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক
সর্বশেষ খবর
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ