X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা

পিরোজপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১০:১৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:১৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৪০) কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা হয়েছে।  

শফিকুল ইসলামের মা মমতাজ বেগম (৬৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে মঠবাড়িয়া থানায় সাত জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন—তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি শাহজাহান হাওলাদারের ছোটভাই মো. নাসির হাওলাদার (৫০), ছেলে শামীম হাওলাদার (৪২), ছোটমাছুয়া গ্রামের ছগির হাওলাদার (৪৫), মধ্য তুষখালী গ্রামের হাবিব আকন (৫৫), তার ছেলে হুমায়ূন (২৫), একই গ্রামের খায়রুল ইসলাম মুসা শরীফ (৫০), ছোটমাছুয়া গ্রামের বশির পঞ্চায়েত (৪২)। তাদের মধ্যে নাসির হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

আহত শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তিনি তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

গ্রেফতার নাসির হাওলাদার

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি, ব্যবসা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, তার ছোট ভাই নাসির হাওলাদার, ছেলে শামীম হাওলাদার ও সাবেক ইউপি সদস্য সগীর হোসেন হাওলাদারসহ কয়েকজনের সঙ্গে শফিকুলের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে স্থানীয় মুসা শরীফের সঙ্গে চলমান একটি মামলায় শফিকুল আদালতে হাজিরা দিতে যান। মোটরসাইকেলে তুষখালী থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাঝেরপুলের কাছে ফরাজি বাড়ির সামনে কালভার্টের ওপরে আসলে একটি মাহেন্দ্র গাড়ি শফিকুলের গতিরোধ করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে নেমে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্ন করে। এ সময় এলোপাতাড়ি আঘাতে শফিকুলের পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শফিকুলকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাসির হাওলাদারকে আটক করা হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে অনেক কিছু প্রকাশ করা সম্ভব নয়। জড়িতদের গ্রেফতারে প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে