X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে ইলিশসহ আটক ২ যাত্রীকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৮:২৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:২৮

ইলিশ বহনের দায়ে বরিশাল বিমানবন্দরে দুই যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে। ওই দুই যাত্রীর নাম- আলমগীর ও মানস।

এদিকে, বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ শিকাররত অবস্থায় আটক চার জেলেকে আজ দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক, নাজমুল শিকদার, নুরুল ইসলাম তালুকদার ও চর বিশোর এলাকার কাওসার মোল্লা।

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশে যাত্রী আলমগীর ও মানস বাবুগঞ্জের রহমতপুর বরিশাল বিমানবন্দরে আসেন। তাদের সঙ্গে থাকা ককশিটের কার্টন স্ক্যান করার সময় ইলিশ মাছ থাকার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে ইলিশ ধরা, সংরক্ষণ, বহন ও বেচাবিক্রি নিষিদ্ধ। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ এই সময়ে ইলিশ বহনের দায়ে দুজনকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় সোপর্দ করেন।

তিনি আরও বলেন, পরে ওই দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তারা দোষ স্বীকার করায় আদালতের বিচারক পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। কার্টন থেকে জব্দ করা আটটি ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্র দে জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ শিকারে জাল ফেলা অবস্থায় ছয় জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এর মধ্যে চার জনকে এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মিরাজ ও ইমরান নামে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে উদ্ধার পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপল্লীতে ঈদের আমেজ
পুকুরের পানিতে ধরা পড়লো ১০ কেজি ইলিশ
১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা