X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আমির খসরু’র মা সিতারা হালিম হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ০০:২৫আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০০:৩০

পিরোজপুরে ভয়েজ অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’র মা সেতারা হালিম হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি শুক্কুর আলী হাওলাদারকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে (৩৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্কুর আলীর বাড়ি ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর এলাকায়। তার বাবার নাম হাবিব হাওলাদার।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, হত্যাকাণ্ডের পরে দির্ঘদিন চেষ্টা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের পাশেই শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শুক্কুর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আসামি শুক্কুর আলী একজন দিনমজুর। সে সেতারা হালিমের বাসায় দিনমজুরের কাজ করতে গিয়ে ৫০০ টাকা পেতো। কয়েকদিন পরে পাওনা টাকা চাইতে গেলে সেতারা বেগম টাকা না দিয়ে খারাপ ব্যবহার করেন। এতে শুক্কুর জেদের বশবর্তী হয়ে অন্য আসামির সঙ্গে পরিকল্পনা করে স্যালাইনের পাইপ গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

অভিযুক্তরা হত্যাকাণ্ড শেষে সেতারা হালিমের বাসায় থাকা সোনার কয়েক ভরি গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলেও এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, আসামি শুক্কুর আলী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘সেতারা হালিম হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। আমরা একজন আসামি গ্রেফতার করে আদালতের পাঠিয়েছি।’

উল্লেখ্য,গত ১৬ মে সকালে শহরের সিআই পাড়া এলাকা থেকে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৭ মে আমির খসরু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

/ইউএস/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা