X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বরিশালে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ০৯:০২আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:০৫

বরিশালে মালিহা মারিয়া মৌলী (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বিকালে নগরীর নথুল্লাবাদ শের-ই বাংলা সড়কের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, প্রাইভেট না পড়ায় শিক্ষক উচ্চতর গণিত বিষয়ে ফেল করিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করেছে।

বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মৌলী। তার বাবা মোশারেফ হোসেন বাকেরগঞ্জের কামারকাঠী ডিগ্রি কলেজের দর্শন বিভাগের শিক্ষক এবং মা কোয়েল বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই ভাই-বোনের মধ্যে মৌলি বড়।

মোশারেফ হোসেনের বরাত দিয়ে তার সহকর্মী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল জানান, রবিবার দুপুরে কলেজের বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে মৌলী সব বিষয়ে এ-প্লাস পেলেও শুধু উচ্চতর গণিতে অকৃতকার্য হয়। ফলাফল দেখে শ্রেণিকক্ষেই কান্নায় ভেঙে পড়ে মৌলী। সেখান থেকে বাসায় ফিরে তার পরিবারের সদস্যদের জানায়, শিক্ষকের কাছে উচ্চতর গণিত বিষয়ে প্রাইভেট না পড়ায় তাকে ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। এ নিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করার পর নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় মৌলী।

অধ্যাপক হাবুল আরও জানান, পরিবারের সদস্যদের ধারণা ছিল পোশাক পাল্টাতে দরজা ভেতর থেকে আটকে দিয়েছে। দীর্ঘক্ষণ তার কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে মৌলী। দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের লাশ ঘরের সামনে দেখা যায়, মৌলীর মা-বাবা ও স্বজনরা কাঁদছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‌‘ফলাফল ঘোষণার পর এ ধরনের কোনও অভিযোগ পাইনি। তবে আমাদের ছাত্রী মৌলী মারা গেছে, এটা খুবই দুঃখজনক। আর যে অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনে এ ধরনের বিষয় উঠে আসলে অবশ্যই জড়িতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল